পাট বোঝাই চলন্ত লরিতে লাগল আগুন। বিদ্যুতের তার থেকে পাটের লরিতে আগুন লাগার ঘটনা ঘটে।
শুক্রবার সকাল সাড়ে এগারোটা বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের নারায়ণপুরে। পাট বোঝাই লরিটি কুমারগঞ্জ থেকে বালুরঘাটে আসছিল।
নারায়ণপুরে আগুন লাগার ঘটনাটি ঘটে। আগুন লাগার বিষয়টি সামনে আসতেই আগুন নেভানোর কাজে হাত লাগায় স্থানীয়রা।
স্থানীয়দের সহযোগিতায় কিছুক্ষণের মধ্যেই আগুন আয়ত্তে আসে।
আগুন লাগার ফলে কয়েক লাখ টাকার পাট পুড়ে গেছে বলেই জানা গেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কুমারগঞ্জ থানার পুলিশ।