Murder: আটমাসের অন্তঃসত্ত্বা বউর পেটে লাথি স্বামীর! খুনের অভিযোগে শোরগোল কুশমুণ্ডিতে
Husband allegedly killed wife: আট মাসের অন্তঃসত্ত্বা বধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে।
কুশমণ্ডি: আট মাসের অন্তঃসত্ত্বা বধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। শনিবার, ২০২২ সালের প্রথম দিনে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি থানার শেরপুর এলাকায়। মৃত গৃহবধূর নাম সেলিনা আক্তার বানু। এদিকে অভিযোগ পেতেই কুশমণ্ডি থানার পুলিশ মৃত গৃহবধূর স্বামী এবং ননদকে গ্রেফতার করেছে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, বছর তিনেক আগে কুশমণ্ডি থানার মাঝিডাঙ্গা গ্রামের সেলিনা আক্তার বানু এর সঙ্গে বিয়ে হয় কুশমণ্ডি থানার শেরপুর গ্রামের বাসিন্দা রুহুল আমিনের। পেশায় শ্রমিক রুহুল। রহুল ও সেলিনার একটি সন্তান রয়েছে। দ্বিতীয়বার সন্তানসম্ভবা ছিলেন বছর কুড়ির সেলিনা। আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। তাঁরই রহস্যমৃত্যুতে তীব্র চাঞ্চল্য় শুরু হয়েছে এলাকায়। অভিযোগ, খুন করা হয়েছে ওই গৃহবধূকে।
স্থানীয় সূত্রে খবর, রুহুল ভিন রাজ্যে কাজ করতেন। স্ত্রীকে বাপের বাড়ি রেখে যান সেসময়। দিন কয়েক আগে বাড়ি ফেরেন তিনি। ফিরে এসে স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে বাড়ি নিয়ে যান রুহুল।
এদিকে স্থানীয়দের অভিযোগ, ওই গৃহবধূর ওপর স্বামী- সহ শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার করত। মৃতার বাপের বাড়ির সূত্রে জানা গিয়েছে, গত দু’ দিন আগে সেলিনাকে বাড়ি নিয়ে গিয়ে মারধর করা হয়। অন্তঃসত্ত্বা ওই মহিলাকে বেধড়ক মারধর করেন স্বামী বলে অভিযোগ। এখানেই শেষ নয়। তাঁকে গলা টিপে খুন করা হয়।
এই ঘটনায় তীব্র উত্তেজনা শুরু হয় এলাকায়। স্বামী- সহ শ্বশুরবাড়ির ছয়জনের নামে কুশমণ্ডি থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন মৃতার বাপের বাড়ির লোকজন। বাপের বাড়ির অভিযোগ, কাজের সূত্রে রুহুল বাইরে গেলেই স্ত্রীকে তাদের কাছে রেখে যেত। আবার কাজ থেকে বাড়ি ফিরলে বউকে বাড়ি নিয়ে যায়।
তার মধ্যে প্রসব বেদনা উঠলে স্বামীকে ডেকে পাঠানো হলে তিনি প্রথমে জানান ব্যস্ত আছেন। পরে অবশ্য ডাক্তার দেখিয়ে বাড়ি নিয়ে যান। তার পরে বাড়ি গিয়ে ফের শুরু হয় অশান্তি। পেটে লাথি মারা হয় অন্তঃসত্ত্বাকে। তার পর তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ। এদিকে এই অভিযোগের ভিত্তিতে কুশমণ্ডি থানার পুলিশ ওই স্বামী এবং ননদকে গ্রেফতার করেছে। পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে তারা
আরও পড়ুন: Chandannagar Municipal Election: ‘লাল ফেরাও, হাল ফেরাও’, চন্দননগরে এ মন্ত্রেই ভোটের ময়দানে বামেরা