বংশীহারী: জেলার বংশীহারী ব্লকের কৃষ্ণবাটি গ্রামে একমাত্র পানীয় জলের কল। সেখানকার বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ। রবিবার গ্রামের একমাত্র পানীয় জলের কলের পাশে সাদা রংয়ের পাউডার জাতীয় কিছু পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সকালবেলা গ্রামবাসী জল আনতে গিয়ে সাদা পাউডার জাতীয় কিছু পড়ে থাকতে দেখেন। এলাকার একটি মাত্র মার্ক টু টিউবওয়েল থেকে বিষের গন্ধ বেরোচ্ছে এবং সেইসঙ্গে সাদা দুধের মত জল বেরোচ্ছে। সকালবেলা এইভাবে জল বের হতে দেখে এলাকায় আতঙ্ক ছড়ায়। এরপর খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে যায় পঞ্চায়েত সমিতির সদস্যরা। এবং পুরো ঘটনা খতিয়ে দেখেন তারা।
এদিকে ২০২০ সালে এই ভাবেই এলাকার একের পর এক কলের জলে পাউডার জাতীয় কিছু মেশানো হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। তারপর আজ আবারও কেউ জলের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে এই গুজব রটে যায় দ্রুত। ওই এলাকার একটি মাত্র টিউবয়েল থেকে জল নেয় লোকজন। আর সেই কারণেই সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। বাড়ি থেকে অনেকটা দূরে যেতে হচ্ছে জল কষ্ট নিবারণের জন্য।
সকালবেলায় এলাকায় থাকা সিভিক পুলিশ বিষয়টি জানলেও প্রশাসনের পক্ষ থেকে কোনও উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। অবশেষে সংবাদমাধ্যমের কাছে খবরটি পৌঁছতেই বংশীহারী ব্লকের বিডিও সহ পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকারের কাছে খবর যায়। এরপর দুপুরে যায় সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিরা। তড়িঘড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
অন্যদিকে, একদিকে করোনার প্রকোপ হু হু করে বাড়ছে। অন্যদিকে বনের পরিবেশ যাতে নষ্ট না হয় তার জন্য বালুরঘাটের বেশ কিছু পিকনিক স্পটে পিকনিকের উপর নিষেধাজ্ঞা জারি করল বালুরঘাট জেলা বন দফতর। ইতিমধ্যে বিভিন্ন ফরেস্টের সামনে বন দফতরের পক্ষ থেকে পিকনিক না করার পোস্টার লাগানো হয়েছে। পাশাপাশি কেউ যাতে সেখানে ঢুকতে না পারে তার জন্য পুলিশ ও বনকর্মী মোতায়েন রয়েছে।
মূলত বালুরঘাট বন দফতরের অধীনে থাকা ডাঙা ফরেস্ট, দোগাছি ফরেস্ট ও কাশীপুর ফরেস্টে পিকনিক বন্ধ রাখা হয়েছে। এ দিকে বন দফতরের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার পরিবেশপ্রেমীরা।