Student Showing Protest: যতবার পরীক্ষা দিচ্ছেন একই নম্বর, পাশ করতেই পারছেন না এই কলেজের একাংশ পড়ুয়া
Balurghat: জানা গিয়েছে, বালুরঘাট কলেজের বেশির ভাগ পড়ুয়াই প্রথম সেমিস্টারের ব্যাক পাওয়া পেপারে পাশ করতে পারেননি। পুনরায় পরীক্ষা দিলেও আগের একই নম্বরই আছে। এমনকী রিভিউ করার পরও একই নম্বর এসেছে চতুর্থ সেমিস্টারের ছাত্রীছাত্রীদের।

বালুরঘাট: পৌঁছে গিয়েছেন চতুর্থ সেমিস্টারে। কিন্তু তারপরও প্রথম সেমিস্টারের ব্যাক পাওয়া পেপারে কোনও ভাবেই পাশ করতে পারছেন না একাধিক পড়ুয়া। বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি। শেষে অকৃতকার্য পড়ুয়ারা বসলেন ধরনায়।
জানা গিয়েছে, বালুরঘাট কলেজের বেশির ভাগ পড়ুয়াই প্রথম সেমিস্টারের ব্যাক পাওয়া পেপারে পাশ করতে পারেননি। পুনরায় পরীক্ষা দিলেও আগের একই নম্বরই আছে। এমনকী রিভিউ করার পরও একই নম্বর এসেছে চতুর্থ সেমিস্টারের ছাত্রীছাত্রীদের। এনিয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে লিখিতভাবে আবেদন জানিয়েছিল বালুরঘাট কলেজের ছাত্রছাত্রীরা। তারপরেও হয়নি কোনও লাভ। অবশেষে মঙ্গলবার দুপুরে বালুরঘাট কলেজের সামনে বিক্ষোভ দেখাল কলেজের অকৃতকার্য পড়ুয়ারা।
যাঁরা পাশ করেনি, তাঁদের পাশ করিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে। এদিন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় কলেজের একাংশ ছাত্র ছাত্রীরা। তাঁদের পূরণ না করা হলে আগামী দিনে তাঁরা আরও বড় আন্দোলনে নামবেন বলে সাফ হুঁশিয়ারি দিয়েছেন। অকৃতকার্য পড়ুয়া রাজশ্রী সাহা বলেন, “আমাদের প্রাপ্য নম্বর দিতে হবে। আমরা পরীক্ষা দিয়েছি কোনও নম্বর বাড়েনি। আবার পরীক্ষা দিয়েছি একই নম্বর এসেছে। বারবার কীভাবে এক নম্বর আসছে?”
তবে কলেজের অধ্যক্ষ ডঃ পঙ্কজ কুণ্ডু বলেন, “পরীক্ষার প্রক্রিয়া ও খাতা দেখার প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে হয়। তাই এই বিষয়ে কলেজের তেমন কিছু করার নেই।”

