বালুরঘাট: লোকসভা নির্বাচনের মুখে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সভা থেকে বিজেপিকে একহাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এলাকা। তাঁর সংসদীয় ক্ষেত্র বালুরঘাটের মধ্যেই পড়ে গঙ্গারামপুর। আজ সেই সভা থেকে বিজেপিকে বিঁধে অভিষেক বললেন, ‘এদের রেখে দিলে আলসার, বাড়তে দিলে ক্যানসার’। ভোটের মুখে জেলায় জেলায় ঘুরে সভা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সোমবার গঙ্গারামপুরের জনগর্জন সভা থেকে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হলেন তিনি। কখনও বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ, কখনও নিজের অধিকারের দাবিকে সামনে রেখে আমজনতাকে গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার আহ্বান দিতে দেখা গেল তৃণমূলের সেকেন্ড-ম্যান অভিষেককে।
গত তিন বছরে বাংলাকে জন্য কেন্দ্রীয় সরকার কত টাকা দিয়েছে সেই সংক্রান্ত তথ্যও প্রকাশ্যে আনার জন্য বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অভিষেক। বলেন, ‘তিন বছরে বাংলাকে কত পয়সা দিয়েছ, সেই কাগজ দেখাও।’ তাঁর বক্তব্য, টাকা দেওয়া হলে, তার জন্য নোটিফিকেশন হবে, রিলিজ লেটার হবে… সেই সব নথিপত্র কোথায়? তা নিয়েই প্রশ্ন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। অভিষেকের বক্তব্য, ‘যাঁকে ইচ্ছে ভোট দিন, কিন্তু নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন।’ আমজনতার উদ্দেশে তাঁর বার্তা, এলাকার উন্নয়নকে সামনে রেখেই যেন ভোটাররা ভোটদান করেন। বললেন, ‘কানে শুনে নয়, চোখে দেখে ভোট দিতে হবে।’
উল্লেখ্য, সোমবার গঙ্গারামপুরে অভিষেকের সভায় উপস্থিত ছিলেন বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিল্পব মিত্র ও রায়গঞ্জেল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এই দুই এলাকাতেই যাতে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলকে জেতানো হয়, ভোটারদের উদ্দেশে সেই বার্তাও দিলেন অভিষেক।