Sikkim Flood: তিস্তার রোষে তছনছ সেনা ক্যাম্প, জল সরতে পলির নীচে সেনা ছাউনির কঙ্কালসার চেহারা

Sikkim Flood: সেনার তরফ থেকে জানানো হয়েছে, প্রচুর অস্ত্রশস্ত্র জলের তোড়ে ভেসে গিয়েছে। সেগুলিও উদ্ধার করা সম্ভব হয়নি। এখনও পর্যন্ত ২২ জন জওয়ান নিখোঁজ। ১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে।

Sikkim Flood: তিস্তার রোষে তছনছ সেনা ক্যাম্প, জল সরতে পলির নীচে সেনা ছাউনির কঙ্কালসার চেহারা
বিপর্যয়ের পর সেনা ছাউনির ছবিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 05, 2023 | 2:05 PM

দার্জিলিঙ: তিস্তার রোষে সেনা ক্যাম্প তছনছ। বুধবার ভোরে তিস্তার রাক্ষুতে স্রোতে ভেসে গিয়েছেন ২৩ জন জওয়ান। তাঁদের মধ্যে একজনকে বৃহস্পতিবার সকালে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। তবে এখনও ২২ জনের কোনও খোঁজ নেই। ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেনাছাউনি। ভেঙে গিয়েছে ৪০টি গাড়ি। নিখোঁজ জওয়ানদের খোঁজে জারি রয়েছে তল্লাশি।

লোনক হ্রদের আগের ও পরের ছবি প্রকাশ করা হয়েছে

লোনক হ্রদের আগের ছবি

বিপর্যয়ের পর লোনক হ্রদের ছবি

ভারতীয় সেনার ত্রিশক্তি কোর্পসের জওয়ানরা উদ্ধারকার্য চালাচ্ছেন। লাচুং, চুংথাম, লাচেনেই বেশি পর্যটক ও সেনা বাহিনীর জওয়ানদের আটকে থাকার খবর মিলছে। সেখানেই সার্চিং অপারেশনে জোর দেওয়া হচ্ছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে। ৪১টি গাড়ি সম্পূর্ণ ভেসে গিয়েছিল। কয়েকটি গাড়ি উদ্ধার করা গিয়েছে। কিন্তু বাকি গাড়ি চলে গিয়েছে পলির তলায়। উদ্ধার হওয়া গাড়িগুলির অবস্থাও ভয়ঙ্কর।

পলিস্তরের নীচে সেনা ছাউনি

সেনার তরফ থেকে জানানো হয়েছে, প্রচুর অস্ত্রশস্ত্র জলের তোড়ে ভেসে গিয়েছে। সেগুলিও উদ্ধার করা সম্ভব হয়নি।

বুধবারের পর বৃহস্পতিবার সকালেও তিস্তাপাড়ে চলছে ধ্বংসলীলা। একাধিক জায়গায় ধস নামছে। বেশির ভাগ জায়গায় জল সরে গিয়েছে বটে। কিন্তু তাতে পলির স্তরে চাপা পড়েছে সব কিছু। পলির স্তরের ভিতর থেকে উঁকি দিচ্ছে জনজীবনের কঙ্কালসার চেহারা।