Sikkim Flood: এখনও উত্তর সিকিম ‘নট রিচেবল’, পূর্ব-পশ্চিমে রাস্তা খোলায় পর্যটকদের ফেরানো শুরু
Sikkim Flood: শুক্রবার সকাল থেকে সিকিমের আবহাওয়া কিছুটা ভালো। কিন্তু লাচুং, লাচেনের সঙ্গে এখনও যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না। মোবাইলেও কারোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এখনও বহু নিখোঁজের পরিবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে চলেছেন। তবে ভারতীয় সেনা স্যাটেলাইট ফোন চালু করেছে।
দার্জিলিঙ: সিকিমে এখনও আটকে রয়েছেন বাংলার বহু পর্যটক। নামচি, গ্যাঙটক মিলিয়ে প্রায় তিন হাজার পর্যটক আটকে রয়েছেন বলে খবর মিলছে। লাচুং, লাচেনে আটকে রয়েছে ১২০০ পর্যটক। উত্তর সিকিমের সঙ্গে এখনও যোগাযোগ স্থাপন করা যায়নি। শুরু করা যায়নি চপারে উদ্ধারকাজও। এখন শিলিগুড়ি ও গ্যাঙটকের ১০০ হোটেলে বিনামূল্যে পর্যটকদের থাকার ব্যবস্থা করা হয়েছে। কম খরচে ফেরার ব্যবস্থা করছেন ট্যুর অপারেটরা। লাভা থেকে মনসুং, রংপো থেকে ছোটো গাড়ি চলাচল শুরু হয়েছে।
তবে শুক্রবার সকাল থেকে সিকিমের আবহাওয়া কিছুটা ভালো। কিন্তু লাচুং, লাচেনের সঙ্গে এখনও যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না। মোবাইলেও কারোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এখনও বহু নিখোঁজের পরিবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে চলেছেন। তবে ভারতীয় সেনা স্যাটেলাইট ফোন চালু করেছে। সেই ফোনে সেনার মাধ্যমে পর্যটকরা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন। পূর্ব ও পশ্চিম সিকিমে চারটে রাস্তা খুলেছে। ওখানে যাঁরা আটকে রয়েছেন, তাঁরা ওই রাস্তা দিয়ে বেরিয়ে আসতে পারবেন। পূর্ব সিকিম থেকে লাভা, মনসুং, রংপো হয়ে গ্যাঙটকে যাওয়ার গাড়ি চলাচল শুরু হয়ে গিয়েছে। বড় গাড়ির ক্ষেত্রে লাভা থেকে আলগাড়া, পেকিয়ং হয়ে গ্যাঙটকে পৌঁছানো যাচ্ছে।
পশ্চিম সিকিমের ক্ষেত্রে দার্জিলিং, সিংলা, জোরথাং, নামচি কিংবা গেজিং হয়ে গ্যাঙটকে পৌঁছানো যাচ্ছে। বড় গাড়ির ক্ষেত্রে লাভা হয়ে কালিম্পং, মেনলি, চিত্রে, মানপুর, মানচি, জোরথাং হয়ে গ্যাঙটক পৌঁছানো যাচ্ছে। আশা করা যাচ্ছে, পূর্ব ও পশ্চিম সিকিমে যে সমস্ত পর্যটক আটকে রয়েছেন, তাঁদের শনিবারের মধ্যেই শিলিগুড়ি কিংবা গ্যাঙটকে পৌঁছে দেওয়া সম্ভব হবে।