Siliguri Municipal Election: অশোক থাকলেন, নেই দিলীপ ও নুরুল! প্রার্থীতালিকা নিয়ে প্রশ্ন সিপিএমের অন্দরে
CPIM: প্রার্থী তালিকায় কেন নেই সিপিএমের এই দুই হেভিওয়েট? কী বলছেন শিলিগুড়ির সিপিএম নেতৃত্ব?
প্র সে ন জি ৎ চৌধুরী
দলের স্বার্থে ব্যক্তিইচ্ছাকে তুলে রেখে স্বেচ্ছাবসর ভেঙে ফের ভোট ময়দানে অবতীর্ণ হয়েছেন অশোক ভট্টাচার্য (Asok Bhattacharya)। শিলিগুড়ি পুরভোটে (Siliguri Municipal Election) সিপিএমের (CPIM) প্রার্থী তালিকায় অশোক থাকলেন, অথচ নাম নেই বিগত বোর্ডের বাম চেয়ারম্যান তথা টানা পাঁচ বারের কাউন্সিলর দিলীপ সিং -এর। নেই মেয়র পারিষদ নুরুল ইসলামও! মঙ্গলবার যা নিয়ে হইচই শুরু হয়েছে সিপিএমের অন্দরেই। প্রার্থী তালিকায় কেন নেই সিপিএমের এই দুই হেভিওয়েট?
গত পুরবোর্ডে অশোক ভট্টাচার্যের সঙ্গে থেকে চেয়ারম্যান হিসাবে সফল ভাবেই দায়িত্ব সামলেছিলেন দিলীপ সিং। পুরভোটে তাঁর টিকিট পাকা বলেই ধরে নেওয়া হয়েছিল। কিন্তু তালিকা প্রকাশ্যে আসতে অবাক অনেকেই। যদিও এবার প্রার্থী হতে না পারার কোনও খেদ নেই বলেই দাবি করলেন দিলীপবাবু।
শিলিগুড়ি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দিলীপ সিং- এর দাবি, “রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার উচ্চাকাঙ্খা সবার থাকে। আমারও আছে। কিন্তু কখনও কখনও নবীনদের হাতেই ক্ষমতা তুলে দিয়ে তাদের তুলে আনতে হয়। তাই আমি গতবার যে ওয়ার্ডে দাড়িয়েছিলাম সেটি সংরক্ষিত হওয়ায় অন্য ওয়ার্ডে আর দাঁড়াতে চাইনি। তাই আজ প্রকাশিত তালিকায় আমার নাম নাই”। তাহলে এই নীতি অশোক ভট্টাচার্যের ক্ষেত্রে প্রযোজ্য নয় কেন? দিলীপের সংক্ষিপ্ত জবাব, ‘নো কমেন্টস’।
পুরভোটকে সামনে রেখে মঙ্গলবার প্রকাশিত হয়েছে সিপিএমের প্রার্থী তালিকা। সিপিএমের প্রাক্তন জেলা সম্পাদক জিবেশ সরকার জানান, দলের সিদ্ধান্তে ফের প্রার্থী হচ্ছেন অশোক ভট্টাচার্য। এর পর ১৩টি আসন বাদে বাকি মোট ৪৭টি আসনের সবগুলির প্রার্থীতালিকা প্রকাশ করেন তিনি। তাতে বাম নেতা তথা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দিলীপ সিং, মেয়র পারিষদ নুরুল ইসলামের মতো হেভিওয়েটদের নামই নেই। তা নিয়ে সিপিএমের অন্দরেই প্রশ্ন উঠেছে। তবে এনিয়ে জিবেশের যুক্তি, ওই ওয়ার্ডটি সংরক্ষিত হওয়ায় প্রার্থী করা যাচ্ছে না দিলীপ সিংকে। আর ব্যক্তিগত কারণে প্রার্থী হচ্ছেন না নুরুল ইসলাম। এ নিয়ে কোনও বিতর্কের অবকাশ নেই বলে দাবি তাঁর।
তবু বিতর্ক থামছে কই? ভোটমুখী শিলিগুড়িতে কান পাতলে বহু সিপিএম নেতাকর্মী জানাচ্ছেন, অশোক ভট্টাচার্যের বাড়ি যে কুড়ি নম্বর ওয়ার্ডে, সেটিও তো গতবার এবং এবার সংরক্ষিত। তাই অশোকবাবুকে গতবার ৬ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করা হয়েছিল। এবারও ওই ৬ নম্বর ওয়ার্ডেই প্রার্থী হচ্ছেন তিনি। তাহলে দল চাইলে দিলীপ সিংকে অন্য ওয়ার্ডে প্রার্থী করাই যেত। কিন্তু তা করা হল না কেন, উত্তর মেলেনি সিপিএম নেতাদের কাছ থেকে।
আরও পড়ুন: Asansol Municipal Election: দুয়ারে পুরভোট, কাস্তে-হাতুড়ি ছেড়ে ঘাসফুলের তলায় তিনবারের কাউন্সিলর