Fake Police: পুলিশের চাকরি দেবে বলে প্রশিক্ষণ যুবকদের, গ্রেফতার ৩ ভুয়ো ইনস্পেক্টর

Darjeeling: জানা গিয়েছে, শিলিগুড়িতে একদল যুবকের পুলিশের প্রশিক্ষণ চলছিল। একদল যুবক টাকা দিয়ে সেই প্রশিক্ষণ নিচ্ছিলেনও।

Fake Police: পুলিশের চাকরি দেবে বলে প্রশিক্ষণ যুবকদের, গ্রেফতার ৩ ভুয়ো ইনস্পেক্টর
গ্রেফতার হওয়া তিন ভুয়ো পুলিশ (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2022 | 1:34 PM

শিলিগুড়ি: শিলিগুড়িতে প্রশিক্ষণ চলছিল যুবকদের। দেওয়া হবে পুলিশের চাকরি। তবে এর মধ্যেই ঘটল বিপত্তি। গ্রেফতার হলেন নকল তিন ইনস্পেক্টর।

জানা গিয়েছে, শিলিগুড়িতে একদল যুবকের পুলিশের প্রশিক্ষণ চলছিল। একদল যুবক টাকা দিয়ে সেই প্রশিক্ষণ নিচ্ছিলেনও। তবে বিষয়টি চোখ এড়ায়নি পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় তিন নকল ইন্সপেক্টরকে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ওই তিন প্রতারক বালুরঘাটের বাসিন্দা। অপরদিকে প্রতারিতরাও ওই একই এলাকা। টাকার বিনিময়ে চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হয়। এরপর চলছিল প্রশিক্ষণ। ইতিমধ্যে ধৃতদের কাছ থেকে পুলিশ ইন্সপেক্টরের একাধির পোশাক, ফোন উদ্ধার করা হয়েছে।

গোটা বিষয়টি দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ও এসটিএফকে সমস্ত ঘটনা জানানো হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত আরও এক অভিযুক্ত পলাতক। তার খোঁজ চালাচ্ছে পুলিশ। শিলিগুড়ি মেট্রপলিট্যান প্যলিশের ডিসিপি কুনোর ভূষণ সিং জানান, ‘একটা ফেক রিক্রুটমেন্ট চলছিল। আবার চাকরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। আমরা সেই খবর পেয়েছিলাম। মহানন্দা নদীর কিনারে বাঘা যতীন কলোনীর ধারে পুলিশের ড্রেস পরে কয়েকজন ট্রেনিং করছিল। আইসি সেখানে যায়। তারপর ওদের উঠিয়ে থানায় নিয়ে আসে। তখন জানা যায় আসল ঘটনা। প্রতারিত এবং প্রতারকরা প্রত্যেকে বালুরঘাটের। তাদের মধ্যে একজন মালদার।’