Darjeeling: যাওয়ার আগে দু’বার ভাবুন! বৃষ্টি-বিপর্যয়ের মধ্যে পর্যটকের জন্য দরজা বন্ধ দার্জিলিংয়ের দুই বিখ্যাত জায়গার
Darjeeling: কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হয়ে চলেছে উত্তরবঙ্গের প্রায় সব জেলায়। সবথেকে বেশি বৃষ্টি হচ্ছে উপরের দিকে জেলাগুলিতে। ভাসছে পাহাড়। দশ নম্বর জাতীয় সড়কের দিকে দিকে ধসের নেমেছে। কার্যত বিচ্ছিন্ন শিলিগুড়ি-সিকিমের যোগাযোগ।
দার্জিলিং: টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। লাগাতার ধসে বেহাল দশা উত্তরবঙ্গের লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক। বহু জায়গাতেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ যাতায়াত। সবথেকে বেশি বেগ পেতে হচ্ছে সিকিম-কালিম্পং যেতে গিয়ে। দার্জিলিংয়ে ঘোরাঘুরি নিয়ন্ত্রণ করল প্রশাসন। সাময়িকভাবে বন্ধ রক গার্ডেন ও গঙ্গা মায়া পার্ক। পাহাড়ের বিভিন্ন এলাকায় ভূমি ধস, ভারী বৃষ্টি, নদীতে জলস্তর বৃদ্ধির জন্যই এই সাময়িক বন্ধের নির্দেশ। পর্যটকদের নিরাপত্তার কথা ভেবেই এই পদক্ষেপ জিটিএ-র। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পার্কগুলি বন্ধ থাকবে বলেই জানা যাচ্ছে। সামনে এসেছে বিজ্ঞপ্তি। নদীতে জলস্তর কমলে, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তবেই ফের খুলবে দরজা।
প্রসঙ্গত, কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হয়ে চলেছে উত্তরবঙ্গের প্রায় সব জেলায়। সবথেকে বেশি বৃষ্টি হচ্ছে উপরের দিকে জেলাগুলিতে। ভাসছে পাহাড়। দশ নম্বর জাতীয় সড়কের দিকে দিকে ধসের নেমেছে। কার্যত বিচ্ছিন্ন শিলিগুড়ি-সিকিমের যোগাযোগ। দ্রুত রাস্তা সারাইয়ের চেষ্টা করলেও লাগাতার বৃষ্টি ভেস্তে দিচ্ছে সব পরিকল্পনা। রবিবারের পর সোমবার ও মঙ্গলবার বৃষ্টির দাপট কিছুটা কমলেও বুধবার থেকে ফের প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে।
রবিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের ছয় জেলায়। তালিকায় রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। ভারী বৃষ্টির ছবি দেখা যেতে পারে উত্তর দিনাজপুরেও। তবে হাওয়া অফিস বলছে, সোমবার ও মঙ্গল দার্জিলিং ও কালিম্পং বাদ দিয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস অন্য জেলাগুলিতে নেই। কিন্তু, বুধবার থেকে ফের বৃষ্টির ব্যাপকতা বাড়বে উত্তরবঙ্গে। জারি হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। সবথেকে বেশি প্রভাব পড়তে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে।