রাজীব কি বিজেপির পথে? দিলীপ বললেন, “ভাল ছেলে, ওকে স্বাগত”

Dec 06, 2020 | 5:23 PM

কটাক্ষ অধীর, সুজনেরও। কেউ বলছেন তৃণমূল 'চোর চোট্টার দল', কারও দাবি 'ভাজা পাঁপড়'।

রাজীব কি বিজেপির পথে? দিলীপ বললেন, ভাল ছেলে, ওকে স্বাগত

Follow Us

কলকাতা: তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ঘিরে শনিবার রাত থেকেই সরগরম রাজ্য রাজনীতি। বিতর্কে আরও খানিকটা অক্সিজেন জুগিয়েছে রবিবার সকালে উত্তর কলকাতার একাধিক জায়গায় রাজীবের ছবি দেওয়া ‘সততার প্রতীক’ পোস্টার, ফ্লেক্স। ঘটনা পরম্পরা তৃণমূলের যেমন অস্বস্তি বাড়িয়েছে। তেমনই স্বর চড়েছে বিরোধী শিবিরে। বিজেপির দিলীপ ঘোষ থেকে কংগ্রেসের অধীর চৌধুরী কিংবা সিপিএম নেতা সুজন চক্রবর্তী, রাজীব-ইস্যুতে মন্তব্যের সুযোগ ছাড়েননি কেউই।

শনিবার রাতে টালিগঞ্জে এক অরাজনৈতিক মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্য়োপাধ্যায়। সেখান থেকেই সরব হন তিনি। নাম না করে রাজীব বলেন, দুর্নীতিগ্রস্ত স্তাবকরাই সামনের সারিতে। তিনি তা পারেন না বলে পিছনে রয়ে গিয়েছেন। একইসঙ্গে শুভেন্দুর তৃণমূল ত্যাগের জল্পনার প্রসঙ্গ তুলে বলেন, নন্দীগ্রামের বিধায়ক দল ছেড়ে গেলে তা এক শূন্যতা তৈরি করবে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর জন্যই আজ আমি এখানে, তৃণমূলকে জেতাব, গোর্খাল্যান্ডও হবে: গুরুং

এরপরই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে তবে কি শুভেন্দুর পর এবার তৃণমূলের অন্দরে বিদ্রোহের ডাক দিলেন রাজীব? তবে কি দল ছাড়ছেন ডোমজুড়ের তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন অনেক, উত্তর এখনও সবটা জানা নয়। তবে রাজীব-বিতর্কের পুরোপুরি সুযোগ নিচ্ছে বিরোধীরা। কটাক্ষের বাণে জর্জরিত রাজ্যের শাসকদল।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “দলে আসতে চাইলে রাজীবকে স্বাগত। উনি ভাল ছেলে। ওঁর নামে এখনও কেউ কোনও বদনাম দিতে পারেনি। যেটা তৃণমূল নেতাদের নামে হয়। তাই উনি চাইলে সম্মানের সঙ্গে বেরিয়ে আসতে পারেন। আমরা তো সবাইকেই আহ্বান জানিয়ে রেখেছি।” অন্যদিকে সুজন চক্রবর্তী বলেন, “তৃণমূল ভাজা পাঁপড়। টোকা দেওয়ার অপেক্ষা। টোকা দিলে চুরমার হয়ে যাবে।”

আরও পড়ুন: ‘সততার প্রতীক’ রাজীব বন্দ্যোপাধ্যায়, পোস্টারে ছয়লাপ শহর

আরও এক ধাপ এগিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বক্তব্য, “তৃণমূলের শেষের শুরু। দলের অন্তর্দ্বন্দ্বের বিষ্ফোরণ ঘটছে। এই দল আগামী দিনে খণ্ড বিখণ্ড হতে চলেছে। সে কারণেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিদের এরকম মন্তব্য শুনছি। রাজীব হাওড়ায় তৃণমূলের একজন স্টলওয়ার্ট। এটা কেউই অস্বীকার করতে পারবে না। এরা সব তৃণমূল দল ছাড়বে। চোর চোট্টা ছাড়া আর কেউ তো নেই তৃণমূলে।”

যদিও ফিরহাদ হাকিম এসব কথায় কান দিচ্ছেন না। তাঁর দাবি, “রাজীব আমাদের সঙ্গী। আমাদের সঙ্গে আছে। কিছু মানুষ আছে গরম খাওয়ায়। আমাকেও বলে আমেরিকায় তোমার নামে আলোচনা হচ্ছে। আমি যদি গ্যাস খাই, গ্যাস খেয়ে ফুটে যাব। ওসব কিছু না। রাজীবও পরিণত মানুষ। আমার মনে হয় গ্যাসট্যাস খাবে না।”

আরও পড়ুন: ‘বাংলার প্রশাসন পড়শি দেশের সেনার মতো কাজ করছে’

রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ইতিমধ্যেই জমে গিয়েছে রাজনৈতিক তরজা। কিন্তু যাকে নিয়ে দিনভর এত কথার লড়াই, তিনি কিন্তু এখনও অবধি স্পিকটি নট।

Next Article