Summer Vacation: গরমের দাপটে নাজেহাল বাংলা, কিন্ত সোয়াটার গায়ে দিয়ে কেন স্কুলে এল এই জেলার পড়ুয়ারা?
Summer Vacation: উত্তরবঙ্গের স্কুল ছুটি নিয়ে গত কয়েকদিন ধরেই তুমুল বিতর্ক চলছে বাংলার রাজনৈতিক মহলে। এরইমাঝে এবার জলপাইগুড়িতে সোয়েটার গায়ে দিয়ে স্কুল করল পড়ুয়ারা।
জলপাইগুড়ি: তীব্র গরমের দাপটে যখন কাহিল গোটা দক্ষিনবঙ্গ, ঠিক তখনই জলপাইগুড়িতে (Jalpaiguri) সোয়েটার গায়ে দিয়ে স্কুল করল পড়ুয়ারা। এদিকে গরমের ছুটি নিয়ে ইতিমধ্যেই শিক্ষা মহলের পাশাপাশি রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোরদার তরজা। একটা অংশের মানুষের বক্তব্য মে মাসের গোড়ার দিকে উত্তরবঙ্গে তেমনভাবে গরম পড়েনা। তাই শুধু দার্জিলিং, কালিম্পং নয় উত্তরবঙ্গের (North Bengal) সব জেলায় গরমের ছুটি (Summer Vacation) কিছুদিন পরে দিলে ভালো হয়। ইতিমধ্যেই এই দাবিতে সরব হতে দেখা গিয়েছে শিলিগুড়ির বিজেপি বিধায়ক (BJP MLA of Siliguri) শঙ্কর ঘোষকে। এই ইস্যুই আরও একবার উস্কে দিল শনিবারের ছবি।
হাঁসফাঁস গরমের জেরে যখন রাজ্যজুড়ে দেড় মাসের স্কুল ছুটির ঘোষণা করেছে রাজ্য সরকার, ঠিক তখনই উল্টো ছবি জলপাইগুড়িতে। ঝড়-বৃষ্টির জেরে হিমেল আবহাওয়া সোয়েটার গায়ে দিয়ে স্কুলে এল পড়ুয়ার দল। শনিবার এমন দৃশ্য ধরা পড়েছে জলপাইগুড়ি ফণীন্দ্র দেব স্কুলের প্রাথমিক বিভাগে। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে। কিন্তু, শুক্রবার রাত থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে। শনিবার সকালেও যা অব্যাহত ছিল। ফলে বেশ হিমেল অনুভূতি হচ্ছে বাসিন্দাদের। তাপমাত্রাতেও বড়সড় পারাপতন লক্ষ্য করা গিয়েছে। ঠাণ্ডা বাড়তেই সোয়েটারের পাশাপাশি কেউ কেউ আবার মাথায় মাফলার-টুপি দিয়েও স্কুলে আসে। এই অবস্থায়, অভিভাবকদেরও সাফ বক্তব্য গরমের ছুটি পরে দিলেই ভালো হয়। গরমের ছুটি নিয়ে শুধু যে অভিভাবক বা রাজনৈতিক নেতাদের মধ্যে বিতর্ক দানা বেঁধেছে তাই নয়, সোয়েটার গায়ে স্কুলে আসা খুদে পড়ুয়ার মনেও উঁকি দিচ্ছে একই প্রশ্ন।
তপু দাস নামে এক ছাত্রের বক্তব্য, “এখন কেনো যে স্কুল ছুটি দিল। পরে ছুটি দিলেই ভালো হত। ” অভিভাবক বর্ণালী বসুর মুখেও গরমের ছুটি নিয়ে একই জবাব। এই প্রসঙ্গে তিনি বলেন, “এখন তো সেই অর্থে আমাদের এই অঞ্চলে গরম পরেনি, সকালে সোয়েটার গায়ে চাপিয়েই বাচ্চাকে স্কুলে নিয়ে এসেছি। গরমের ছুটি আমাদের এদিকে পরে দিলেই ভালো হত “। মহম্মদ আমিনুল নামে অপর এক অভিভাবকও উত্তরবঙ্গে দেরিতে গরমের ছুটি দেওয়ার পক্ষেই সওয়াল করেন। তিনি বলেন, “এখন তো আমাদের এখানকার পরিবেশ অনেকটা ঠান্ডা। ছুটির বিষয়ে আরও ভাবনা-চিন্তা করলে ভালো হত”।
আরও পড়ুন- গরমের দাপটে কেমন আছে উত্তরবঙ্গ? স্কুল ছুটি বিতর্ক নিয়ে শিক্ষা মহলে জমছে উদ্বেগের মেঘ