Chandannagar: শিশু বিভাগের পাশেই ওটি-তে আগুন, হাসপাতালে হইচই

Chandannagar: রোগীর পরিজন সে সময় যাঁরা ছিলেন, তাঁরা প্রথম দেখতে পান আগুন। মুহূর্তের মধ্যেই হুড়োহুড়ি পড়ে যায়। ওটির পাশেই রয়েছে শিশু বিভাগ।  আতঙ্ক তৈরি হয়। খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Chandannagar: শিশু বিভাগের পাশেই ওটি-তে আগুন, হাসপাতালে হইচই
হাসপাতালে আগুনImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 03, 2024 | 2:59 PM

হুগলি: চন্দননগর হাসপাতালের অপারেশান থিয়েটারে আগুন! দমকলের একটি ইঞ্জিন গিয়ে নিয়ন্ত্রণে আনে।কেউ হতাহত হয়নি। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সাতটা দশ নাগাদ চন্দননগর মহকুমা হাসপাতালের দোতলায় মেইন ওটি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়।

রোগীর পরিজন সে সময় যাঁরা ছিলেন, তাঁরা প্রথম দেখতে পান আগুন। মুহূর্তের মধ্যেই হুড়োহুড়ি পড়ে যায়। ওটির পাশেই রয়েছে শিশু বিভাগ।  আতঙ্ক তৈরি হয়। খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দমকল আধিকারিকরা জানান, হাসপাতালের দোতলায় ওটি রুমে এসির ইলেকট্রিক কেবলে আগুন লাগে। আগুনের ভয়াবহতা না থাকলেও ধোঁয়া খুব বেশি ছিল। যে কারণে একটা চাঞ্চল্য ছড়ায়। মিনিট কয়েকের মধ্যেই ভিতরে ঢুকে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

এই খবরটিও পড়ুন

হাসপাতাল সুপার বলেন,  এসি থেকে আগুন লেগেছিল। ওটি চলছিল না। কারোর কোনও ক্ষতি হয়নি। ওটি সেই সময় চালু হয়নি।এসি ছাড়া কোন কিছু ক্ষতি হয়নি।