Nawsad Siddiqui: কালই প্রার্থী তালিকা আইএসএফের, বামেদের জন্য আর অপেক্ষায় রাজি নন নওশাদরা

Sanath Majhi | Edited By: Soumya Saha

Mar 20, 2024 | 11:40 PM

ISF-CPIM: আইএসএফ সূত্রে জানা যাচ্ছে, চতুর্থ পর্যায়ের আলোচনায় বামেদের কাছে আইএসএফের দাবি ছিল আট থেকে দশটি আসন। সেখানে বামেদের তরফ থেকে মাত্র চারটি আসন ছাড়ার কথা বলা হয়। আর এখানেই জোটের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। এদিন নওশাদ সিদ্দিকীও বলেছেন,'বামেদের তরফে যোগাযোগ হয়েছে। আমরাও উত্তর দিয়েছি। কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে আছে...দুই-তিন-সর্বোচ্চ চার।'

Nawsad Siddiqui: কালই প্রার্থী তালিকা আইএসএফের, বামেদের জন্য আর অপেক্ষায় রাজি নন নওশাদরা
নওশাদ সিদ্দিকী, মহম্মদ সেলিম
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা ও হুগলি: সিপিএমের সঙ্গে চার বার বৈঠক হয়ে গেল, এখনও আসন বোঝাপড়ার জন্য কোনও রফাসূত্র বেরল না। তাই এবার আর অপেক্ষা করতে রাজি নয় আইএসএফ। আগামিকালই প্রথম দফায় ৮-৯ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে নওশাদ সিদ্দিকীর দল। যদিও প্রার্থী ঘোষণার আগের মুহূর্ত পর্যন্ত বামেদের সঙ্গে আলোচনার রাস্তা খুলে রাখছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘আগামিকাল বিকেল চারটেয় আমরা প্রথম দফায় প্রার্থীদের নাম ঘোষণা করব। আমরা চাই জোট হোক। কিন্তু যদি কেউ জোট করতে এগিয়ে না আসে, আমরা কতদিন চুপ থাকতে পারি? জোটের স্বার্থে আমরা অনেক স্বার্থত্যাগ করেছি।’

আইএসএফ সূত্রে জানা যাচ্ছে, চতুর্থ পর্যায়ের আলোচনায় বামেদের কাছে আইএসএফের দাবি ছিল আট থেকে দশটি আসন। সেখানে বামেদের তরফ থেকে মাত্র চারটি আসন ছাড়ার কথা বলা হয়। আর এখানেই জোটের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। এদিন নওশাদ সিদ্দিকীও বলেছেন,’বামেদের তরফে যোগাযোগ হয়েছে। আমরাও উত্তর দিয়েছি। কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে আছে…দুই-তিন-সর্বোচ্চ চার।’ তবে আসন নিয়ে কোনও রফাসূত্র বের হোক বা না বের হোক হোক, আগামিকালই লোকসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে আইএসএফ নেতৃত্ব।

এদিকে ডায়মন্ড হারবার থেকে নওশাদ ভোটে লড়বেন কি না, সে বিষয়েও এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। এদিন দলীয় স্তরের বৈঠকেও এই বিষয়ে আলোচনা করেছে আইএসএফ। নওশাদ নিজেই জানিয়েছেন, দলের অভ্যন্তরীণ ওই বৈঠকে ডায়মন্ড হারবার থেকে তাঁর প্রার্থী হওয়ার পক্ষে ও বিপক্ষে দুই রকমই মত এসেছে। ভাঙড়ের আইএসএফ বিধায়ক আশাবাদী, আগামিকালের মধ্যে দলের তরফে এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হবে।

আইএসএফ সভাপতি সামসুর আলি মল্লিকও জানাচ্ছেন, ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়ানোর বিষয়ে আজও জোরদার সওয়াল করেছেন পার্টি চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। বললেন, ‘তিনি দৃঢ়প্রতিজ্ঞ। কিন্তু দলে গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে। রাজ্য কমিটি বিষয়টি আলোচনা করছে। অনেকগুলি দিক বিবেচনা করা হচ্ছে। যদি চেয়ারম্যান বলেন, তিনি দাঁড়াবেন… শুধু সেটিকেই বিবেচনা করলে হবে না। তবে দুই রকম মতই আছে দলের অন্দরে।’ আগামিকালের প্রার্থী তালিকায় ডায়মন্ড হারবার থাকবে কি না, সে বিষয়েও এখনও কিছু জানাতে চাইছেন না আইএসএফ সভাপতি।

Next Article