Gaza–Israel conflict: কোলে ৩ বছরের সন্তান, জল-শুকনো খাবার নিয়ে ‘রেডি’ উত্তরপাড়ার দম্পতি

Israel-Hamas War: সূত্রের খবর, ইজরায়েলের হাইফা শহরে থাকেন উত্তরপাড়ার গবেষক দম্পতি সমোদয় হাজরা ও তাঁর স্ত্রী জয়িতা দত্ত হাজরা। সোমদয়বাবু স্নায়ুতন্ত্র নিয়ে গবেষণা করেন। অপরদিকে, জয়িতাদেবী আইআইটিতে গবেষণা করছেন। তাঁদের তিন বছরের মেয়ে রয়েছে। নাম সিন্ধুরা। সোমদয়বাবুর বাবা উদয়শঙ্কর হাজরা প্রাক্তন অধ্যাপক। তাঁর মা সোমা হাজরা। তিনি গৃহবধূ।

Gaza–Israel conflict: কোলে ৩ বছরের সন্তান, জল-শুকনো খাবার নিয়ে 'রেডি' উত্তরপাড়ার দম্পতি
ইজরায়েলে আটকে দম্পতিImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 10, 2023 | 4:40 PM

উত্তরপাড়া: কান পাতলেই শোনা যাচ্ছে গোলা-গুলির শব্দ। বাতাসে বইছে বারুদের গন্ধ। যুদ্ধকালীন সেই ইজরায়েলেই আটকে রয়েছেন বাঙালি গবেষক ও তাঁর পরিবার। দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন বৃদ্ধ মা-বাবা।

সূত্রের খবর, ইজরায়েলের হাইফা শহরে থাকেন উত্তরপাড়ার গবেষক দম্পতি সমোদয় হাজরা ও তাঁর স্ত্রী জয়িতা দত্ত হাজরা। সোমদয়বাবু স্নায়ুতন্ত্র নিয়ে গবেষণা করেন। অপরদিকে, জয়িতাদেবী আইআইটিতে গবেষণা করছেন। তাঁদের তিন বছরের মেয়ে রয়েছে। নাম সিন্ধুরা। সোমদয়বাবুর বাবা উদয়শঙ্কর হাজরা প্রাক্তন অধ্যাপক। তাঁর মা সোমা হাজরা। তিনি গৃহবধূ।

বৃদ্ধ দম্পতি দু’সপ্তাহ আগেই ফিরেছেন ইজরায়েল থেকে। সে সময় যদিও যুদ্ধের লেশ মাত্র ছিল না। তবে এখন পরিস্থিতি আলাদা। জানা যাচ্ছে, হাইফা শহরে এখনও যুদ্ধের আঁচ লাগেনি। কিন্তু বন্ধ রয়েছে সমস্ত স্কুল-কলেজ। শুধু খোলা রয়েছে সোমোদয়দের বিশ্ববিদ্যালয়। সেখানে নিয়ম করেই গবেষণার কাজ চলছে।

এই পরিস্থিতিতে ভিডিয়ো বার্তা দিয়েছেন সোমদয় হাজরা। জানিয়েছেন, ৭২ ঘণ্টার জন্য জল-পোশাক-খাবার মজুত করে রাখতে বলা হয়েছে। শুধু তাই নয়, সাইরেন বাজলে বাঙ্কারে ঢুকে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।এই বছর কালীপুজোয় দেশে ফেরার কথা ছিল দম্পতির। টিকিটও কাটা হয়ে গিয়েছে। কিন্তু পরিস্থিতি আচমকা যে বদলে যাবে কে ভেবেছিল। তবুও চেষ্টা চলছে যদি কোনও ভাবে বেরিয়ে আসা যায়।

উদয়শঙ্কর হাজরা বলেন, “হাইফা শহর অন্য জায়গার তুলনায় নিরাপদ। তবে ওদেরকে তৈরি থাকতে বলা রয়েছে। জামা-কাপড় শুকনো খাবার ওষুধ নিয়ে তৈরি থাকতে বলা হয়েছে। ল্যাব খোলা রয়েছে। নিরাপদ হলেও কখন কী ঘটবে বলা যায় না।”