Gaza–Israel conflict: ইজরায়েল-হামাসের ‘চক্রব্যূহে’ আটকে ধনেখালির গবেষক সৌরভ
ফোনে প্রতিনিয়ত স্বামীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন অনিন্দিতা। সৌরভ তাঁকে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়েই আপাতত আস্তানা তাঁদের। তাঁর সঙ্গে আরও অনেকে রয়েছেন। বাইরে বেরোতে পারছেন না। সাইরেন বাজলেই শেল্টার হোমে ঢুকে পড়তে হচ্ছে
হুগলি: ইজরায়েলে যুদ্ধ চলছে। আটকে পড়েছেন হুগলির বাঙালি গবেষক। দুশ্চিন্তায় পরিবার। ইজরায়েলের তেল আভিভ বিশ্ববিদ্যালয়ে স্নায়ু বিজ্ঞান অ্যালজাইমার রোগ নিয়ে গবেষণা করছেন সৌরভ কুমার। গত দেড় বছর তিনি ইজরায়েলের বাণিজ্য নগরী তেল আভিভে রয়েছেন। কিন্তু গত দেড় বছরে তাঁর পরিবারকে এই সঙ্কটের মধ্যে দিয়ে যেতে হয়নি। কিন্তু এখন সংবাদমাধ্যমে প্রতিনিয়ত ধ্বংসের ছবি, যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলের খবর দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।
সৌরভের বাড়ি হুগলির ধনিয়াখালির ভান্ডারহাটিতে। উত্তরপাড়ায় তাঁর পরিবার রয়েছে। স্ত্রী অনিন্দিতা বন্দ্যোপাধ্যায় উত্তরপাড়া প্যারিমোহন কলেজের ফিজিওলজির অধ্যাপক। তাঁদের সাত মাসের মেয়ের নাম অর্না। টিভি দেখার পর থেকে এক মুহূর্ত স্বস্তিতে নেই স্ত্রী। অনিন্দিতা বললেন, “খুবই চিন্তা হচ্ছে। পুজোর আগে বাড়ি ফেরার কথা ছিল সৌরভের। ১৬ তারিখ বিমানের টিকিটও কাটা রয়েছে। যুদ্ধ বেধে যাওয়ায় সমস্ত বিমান বন্ধ করে দেওয়া হয়েছে।” তাঁর কথায়, “ভিতরে একটা অদ্ভুত উচাটন কাজ করছে। মনে হচ্ছে ওকে কীভাবে বাড়ি ফিরিয়ে আনব।”
তবে ফোনে প্রতিনিয়ত স্বামীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন অনিন্দিতা। সৌরভ তাঁকে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়েই আপাতত আস্তানা তাঁদের। তাঁর সঙ্গে আরও অনেকে রয়েছেন। বাইরে বেরোতে পারছেন না। সাইরেন বাজলেই শেল্টার হোমে ঢুকে পড়তে হচ্ছে। তবে সেখানে জল খাবার পেতে এখনও তাঁদের কোনও সমস্যা হয়নি বলে জানিয়েছেন।
কিন্তু এখন তো সবে শুরু। বর্তমানে ইজরায়েলের যে পরিস্থিতি, তাতে এই জটিলতা কবে কমবে, তা বোঝা দায়! তাই জলখাবার কিন্তু ন্যূনতম সুবিধা কতদিন পর্যন্ত মিলতে, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। মাঝে মাঝেই বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে এলাকা। হামাসরা যেখানে সেখানে ঢুকে পড়ে হামলা চালাচ্ছেন বলে সৌরভ ফোনে জানিয়েছেন।
সৌরভ অনিন্দিতাকে জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র থেকে বোমা ফেলা হচ্ছে। মাঝে মধ্যে কানে আসছে শব্দ। অনিন্দিতা নিজেও ইজরায়েল গিয়েছিলেন কয়েক মাস আগে। কিন্তু তখনকার পরিস্থিতি ছিল অন্যরকম। তিনিই জানালেন, সেখানে অনেক ভারতীয় এবং বাঙালি রয়েছেন।
অনিন্দিতা বললেন, “ওঁ তো একা নেই। ওঁর মতো আরও অনেকে এইভাবে আটকে রয়েছেন। আমাদের দেশের তরফ থেকেই ওঁদের ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ করতে হবে।”
সৌরভের শাশুড়ি শুভ্রা বন্দ্যোপাধ্যায় বলেন, “খুবই দুশ্চিন্তায় আছি। পুজোর আগেই তো সৌরভ ফিরবে বলেছিল। ভারত সরকারের কাছে আমাদের আবেদন জানানো ছাড়া আর কিছু করার নেই।”