Arambagh: ক্লাস চলাকালীন বাজের শব্দে কেঁপে উঠল চারপাশ, হাসপাতালে ভর্তি ৭ ছাত্রী
Arambagh: শুক্রবার দুপুর থেকেই গোটা আরামবাগেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির সময় ওই বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎ বিদ্যালয় চত্বরে বাজ পড়ে। এরপরেই অসুস্থ বোধ করতে থাকে বিদ্যালয়ের একাধিক ছাত্রী।
আরামবাগ: নিম্নচাপের করাল গ্রাসে বাংলা। সকাল থেকেই মুখ ভার আকাশের। জেলায় জেলায় চলছে বৃষ্টি। এরইমধ্যে বজ্রপাতে একযোগে আহত ৭ স্কুল ছাত্রী। চাঞ্চল্যকর ঘটনা খানাকুলের কুমারহাট হাইস্কুলে। আহত ৭ ছাত্রীকে চিকিৎসার জন্য খানাকুল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চলছে চিকিৎসা।
শুক্রবার দুপুর থেকেই গোটা আরামবাগেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির সময় ওই বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎ বিদ্যালয় চত্বরে বাজ পড়ে। এরপরেই অসুস্থ বোধ করতে থাকে বিদ্যালয়ের একাধিক ছাত্রী। এদের মধ্যে ৭জনকে তড়িঘড়ি খানাকুল গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর সকলের অবস্থাই স্থীতিশীল বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ। হাসপাতালের এক চিকিৎসক বলছেন, “৭ জনকে আনা হয়েছিল। জরুরি ভিত্তিতে চিকিৎসাও শুরু হয়ে যায়। তবে কারও অবস্থা যে খুব খারাপ এরকম নয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদেক পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্যালাইন, ইঞ্জেকশন সবই দেওয়া হয়েছে। তবে ওদের যে এখনই অন্য কোথাও রেফার করতে হবে এই অবস্থা এখনও আসেনি।” অন্যদিকে এদিন আবার রাজারহাটে জলে পড়ে থাকা বিদ্যুতের তারের কবলে পড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার।