Vote: গণতন্ত্রের উৎসবে শামিল হতে গোলাপ সুন্দরীর আমন্ত্রণ
Chinsurah: সচেতনতার বার্তা নিয়ে পায়ে হেঁটে তিনি হুগলি থেকে অযোধ্যাও গিয়েছেন, কখনও গিয়েছেন দিল্লি। লোকসভা ভোটের আগে নেমেছেন প্রচারে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে পোস্টার ব্যানার লাগানো হয়েছে বিভিন্ন জায়গায়। বেশি বেশি করে মানুষ এই গণতন্ত্রের উৎসবে শামিল হোক এটাই চাইছে কমিশন।
চুঁচুড়া: পেশায় শিক্ষক তিনি। তবে সমাজ সচেতনতা কিংবা গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচার কর্মসূচিতে প্রথম সারিতে সবসময়। গোলাপ সুন্দরী নামেই প্রচারে নামেন তিনি। ভোটের আগেও তাঁকে দেখা গেল ময়দানে। পায়ে ঘুঙুর, হাতে ব্যানার, মুখে ছড়া, পরণে ঘাগরা। পথে পথে ঘুরে মানুষকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন বহুরূপী গোলাপ সুন্দরী।
খানাকুল মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায় নিজেই নিজেকে এ পরিচয় দেন। সমাজ সচেতনতার কাজে নিজেকে যুক্ত করেছে তিনি। এর আগে করোনার সময়ও মাস্ক পরা নিয়ে লোককে সচেতন করতে আবেদন করেন তিনি। ডেঙ্গি ও সচেতনতা বাড়াতে প্রচারেও নামেন।
সচেতনতার বার্তা নিয়ে পায়ে হেঁটে তিনি হুগলি থেকে অযোধ্যাও গিয়েছেন, কখনও গিয়েছেন দিল্লি। লোকসভা ভোটের আগে নেমেছেন প্রচারে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে পোস্টার ব্যানার লাগানো হয়েছে বিভিন্ন জায়গায়। বেশি বেশি করে মানুষ এই গণতন্ত্রের উৎসবে শামিল হোক এটাই চাইছে কমিশন।
দেবাশিসবাবুও সে বার্তা নিয়েই ঘুরছেন। একেবারে অন্য রূপে তাঁকে দেখে পথচলতি মানুষ থামছেন, শুনছেন তাঁর কথা। হুগলি জেলা সদর চুঁচুড়ায় শুক্রবার তাঁকে প্রচারে দেখা যায়। রূপনগর মাঠে হাট বসেছে। সেই হাটে বহু মানুষেরল ভিড় হচ্ছে। সেখানে এদিন হাজির হন তিনি।
দেবাশিসবাবু বলেন, যাঁকে পছন্দ করেন তাঁকেই ভোট দিন। কিন্তু ভোটটা দিন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কমিশন কেন্দ্রীয় বাহিনী রাখছে। ফলে নির্ভয়ে ভোট দিতে পারবেন সবাই।