Locket Chatterjee: লকেটের গাড়ি ঘিরে বিক্ষোভ, বিস্ফোরক অভিযোগ বিজেপি প্রার্থীর

Locket Chatterjee: হুগলি লোকসভায় বিজেপির আহ্বায়ক সুবীর নাগ এই অভিযোগ জানান। এদিন সেনপুকুর এলাকায় কালীপুজোর অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন এখানকার বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়। হুগলি জেলা নেতৃত্বের অভিযোগ, সাংসদের গাড়ির উপর হামলা চালানো হয়। উপপুরপ্রধানের মদতে এসব হয় বলেও বিজেপির অভিযোগ।

Locket Chatterjee: লকেটের গাড়ি ঘিরে বিক্ষোভ, বিস্ফোরক অভিযোগ বিজেপি প্রার্থীর
লকেট চট্টোপাধ্যায়। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 07, 2024 | 10:25 AM

হুগলি: বাঁশবেড়িয়ায় লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভের অভিযোগ উঠল। শনিবার বাঁশবেড়িয়ার ১৭ নম্বর ওয়ার্ডে সেনপুকুর এলাকায় লকেটকে কালো পতাকা দেখানোর অভিযোগ ওঠে। নাম জড়িয়েছে তৃণমূলের দিকে। গো ব্যাক স্লোগান দেওয়ারও অভিযোগ তুলেছে বিজেপি। ঘটনায় জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানো হয়। নির্বাচন কমিশনকেও জানানো হয়েছে বলে খবর। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

হুগলি লোকসভায় বিজেপির আহ্বায়ক সুবীর নাগ এই অভিযোগ জানান। এদিন সেনপুকুর এলাকায় কালীপুজোর অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন এখানকার বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়। হুগলি জেলা নেতৃত্বের অভিযোগ, সাংসদের গাড়ির উপর হামলা চালানো হয়। উপপুরপ্রধানের মদতে এসব হয় বলেও বিজেপির অভিযোগ।

লকেট চট্টোপাধ্যায় বলেন, “রাত সাড়ে ৯টা নাগাদ সপ্তগ্রামের বাঁশবেড়িয়ায় কালীতলায় যাই। কালীপুজোয় গিয়েছিলাম। ফেরার সময় গাড়িতে উঠেই দেখি কিছু লোক হাতে তাঁদের বাঁশ। তাতে কালো পতাকা লাগানো। তাঁরা আসছেন। অশ্রাব্য কথা, গো ব্যাক স্লোগান দিচ্ছেন। আমার গাড়ি ঘিরে গাড়িতে মারতে থাকে। আমার নিরাপত্তারক্ষীরা তাদের বোঝাতে গেলেও শোনেননি। আমি ভিডিয়ো করছি বলে ওরা আরও বেশি করে করছে। এরপর ভিডিয়োটা বন্ধ করে দিই। আমার সিটের পাশের কাচ ভাঙার চেষ্টা হয়েছে, একজন গাড়িতে ওঠারও চেষ্টা করেন। ড্রাইভার ধাক্কা দিয়ে গাড়ির দরজা বন্ধ করে দেন। আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, কাচ ভাঙার চেষ্টা করে। বড় ষড়যন্ত্র ছিল, আমরা কিছু জানতে পারিনি। শিল্পী চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এসব হয়েছে।” লকেটের প্রশ্ন, একজন মহিলার উপর এরকম হামলা, কোথায় দাঁড়িয়ে রাজ্যটা?

যদিও তৃণমূল সূত্রে খবর, বাঁশবেড়িয়ার উপপুরপ্রধান শিল্পী চট্টোপাধ্যায়ের দাবি, কিছু লোক কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান দিচ্ছিলেন। তা সরাতে গেলে লকেটের নিরাপত্তারক্ষীরা তাঁকে ধাক্কা দেন। তাঁরই আঘাত লাগে।