Physical harassment: নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, টায়ার জ্বালিয়ে জিটি রোড অবরোধ বিজেপির

Ashique Insan | Edited By: জয়দীপ দাস

Nov 03, 2024 | 1:32 PM

Physical harassment: ধৃতের বিরুদ্ধে ৬৪(২)(১) ধারা ও পকসো আইনের ৪(১) ধারায় মামলা রুজু করেছে পুলিশ। শনিবার গভীর রাতে তালান্ডু স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এদিনই ধৃতকে চুঁচুড়া আদালতে তোলা হচ্ছে।

Physical harassment: নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, টায়ার জ্বালিয়ে জিটি রোড অবরোধ বিজেপির
প্রতিবাদে বিজেপি
Image Credit source: TV 9 Bangla

Follow Us

হুগলি: মুর্শিদাবাদ থেকে আলিপুরদুয়ার, একের পর এক জেলায় লাগাতার নারী নির্যাতন, শ্লীলতাহানি, ধর্ষণের অভিযোগ। এবার হুগলি। অভিযোগ, বছর ষোলোর এক কিশোরীকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। পরিবারের তরফে অভিযোগ দায়ের হতেই ওই যুবককে গ্রেফতার করে মগড়া থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপানউতোর। দোষীর কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে এলাকার লোকজন। 

ধৃতের বিরুদ্ধে ৬৪(২)(১) ধারা ও পকসো আইনের ৪(১) ধারায় মামলা রুজু করেছে পুলিশ। শনিবার গভীর রাতে তালান্ডু স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এদিনই ধৃতকে চুঁচুড়া আদালতে তোলা হচ্ছে। একইসঙ্গে নির্যাতিতার মেডিকেল পরীক্ষার তোড়জোড় চলছে পুলিশের তরফে। হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা বলছেন, পুলিশ অ্যাকশন নিতে কোনও দেরি করেনি। অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। 

ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বলাগড়ের তৃনমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। বলেন, অভিযুক্তের কঠিন শাস্তি প্রয়োজন। আমি ওখানে থাকলে অভিযুক্তের হাত পা ভেঙে তারপর পুলিশে দিতাম। তাতে আমার যা হতো সেটা দেখা যেত। পাল্টা তাঁকে খোঁচা দিয়েছেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ। তিনি আবার বলছেন, “বিধায়ক সোশ্যাল মিডিয়ায় যতটা সক্রিয়, ততটা নিজের বিধানসভা এলাকায় সক্রিয় থাকলে হয়তো এই ঘটনা আটকানো যেত।” ইতিমধ্যেই ঘটনার প্রতিবাদে ঘটনার প্রতিবাদে তালান্ডু আড্ডা মোড়ে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। 

Next Article