হুগলি: বাসের মধ্যেই হেনস্থার শিকার ছাত্রী! খোদ কন্ডাক্টরের বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ তুললেন ওই ছাত্রী। সোমবার সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় হুগলির হরিপাল বাস স্ট্যান্ড এলাকায়। বাস থামতেই এদিন নেমে পড়ে ওই ছাত্রী। আশপাশের লোকজনকে কন্ডাক্টরের কু কীর্তির কথা বলে দেয় সে। এ কথা শুনেই কন্ডাক্টরের ওপর চড়াও হন বাসের অন্যান্য যাত্রীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুগলির চুঁচুড়া হরিপাল ১৮ নম্বর রোডের বাসে ওই ঘটনা ঘটেছে। হারিট থেকে হরিপালের দিকে যাচ্ছিল ওই ছাত্রী। বাসের মধ্যে তার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। কী করবে বুঝে উঠতে না পেরে অস্বস্তির কথা সে জানিয়ে দেয় সবাইকে। এরপরই অভিযুক্ত বাস কন্ডাক্টরকে বেধড়ক মারধর করা হয়। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে।
পুলিশ জানিয়েছে ঘটনাটি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ সামনে আসতেই বাস কনডাক্টরের চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে ওই ব্যক্তিকে। বাস সিন্ডিকেটের সম্পাদক জানিয়েছেন, খবর পাওয়ার পরই বহিষ্কার করা হয়েছে ওই বাস কনডাক্টরকে।