Rachana Banerjee: ‘এখন হাসিটা শুনে লোকে বলে পাগল’, নিজের মিম উপভোগই করছেন রচনা

Rachana Banerjee: মঙ্গলবার ভোটের প্রচারে মগড়ার খেজুরিয়া অঞ্চলে গিয়েছিলেন রচনা। সেই সময়েই নিজেকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি প্রসঙ্গে বললেন, 'আমি হাসলেও সমস্যা! যে কোনও ধরনের প্রচারই তো প্রচার। আমি ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ।

Rachana Banerjee: 'এখন হাসিটা শুনে লোকে বলে পাগল', নিজের মিম উপভোগই করছেন রচনা
রচনা বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla and Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Apr 23, 2024 | 8:14 PM

হুগলি: লোকসভা ভোটের প্রচার পর্বে নেট দুনিয়ায় রচনা বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে মিমের ছড়াছড়ি। ছোট পর্দার ‘দিদি নম্বর ওয়ান’ অবশ্য ভোট ময়দানে এসে এই মিমগুলি নিয়ে একেবারেই বিচলিত নন। বরং, যাঁরা মিম বানান, তাঁদের সাপোর্ট করেন, সেই বার্তাও দিলেন তিনি। হুগলিতে তৃণমূলের তারকা প্রার্থীর কথায়, যাঁরা মিম বানান তাঁদেরও লাইক ও সাবস্ক্রাইবার প্রয়োজন হয়। মঙ্গলবার ভোটের প্রচারের ফাঁকে রচনা বন্দ্যোপাধ্য়ায় নিজেই হাসতে হাসতে বললেন, ‘আগে হাসিটা ছিল দারুণ… এখন হাসিটা শুনে লোকে বলে পাগল!’

মঙ্গলবার ভোটের প্রচারে মগড়ার খেজুরিয়া অঞ্চলে গিয়েছিলেন রচনা। সেই সময়েই নিজেকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি প্রসঙ্গে বললেন, ‘আমি হাসলেও সমস্যা! যে কোনও ধরনের প্রচারই তো প্রচার। আমি ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ। সবকিছুকে পজিটিভভাবেই দেখি। এটার মধ্যে আমি কোনও খারাপ দেখি না। যাঁরা মিম করছেন, তাঁদেরও তো লাইক, সাবস্ক্রাইবার দরকার। এটা তো তাঁদের রুজি-রোজগার। আমি তাঁদের সাপোর্ট করি।’

উল্লেখ্য, এবারের লোকসভা ভোটে হুগলির হারানো জমি পুনরুদ্ধার করতে বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের বিপরীতে তৃণমূল প্রার্থী করেছে ছোট পর্দার ‘দিদি নম্বর ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায়কে। ভোটের প্রচার পর্বে হুগলিতে মাটি কামড়ে পড়ে রয়েছেন রচনাও। জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। তবে ভোটের এই প্রচার পর্বে রচনাকে নিয়ে বিভিন্ন ধরনের মিম ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। প্রচারে রচনার বিভিন্ন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় মিম হতে বেশি সময় লাগেনি। আর এবার রচনা নিজেই জানিয়ে দিলেন, তিনি মিমারদের সাপোর্ট করেন।