West Bengal Municipal Elections 2022: বিক্ষোভের মধ্যেই চন্দননগর এবং আসানসোলের কিছু ওয়ার্ডে প্রার্থীবদল তৃণমূলের, প্রার্থী পরিবর্তন পদ্মেও

Asansol and Chandannagar Municipal Election: চন্দননগর পুরনিগমের একটি ওয়ার্ডের প্রার্থী বদল করল তৃণমূল। একইসঙ্গে আসানসোল পুরনিগমের দুটি ওয়ার্ডের প্রার্থীও বদল করেছে জোড়াফুল শিবির।

West Bengal Municipal Elections 2022: বিক্ষোভের মধ্যেই চন্দননগর এবং আসানসোলের কিছু ওয়ার্ডে প্রার্থীবদল তৃণমূলের, প্রার্থী পরিবর্তন পদ্মেও
(প্রতীকী ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 02, 2022 | 10:37 AM

চন্দননগর ও আসানসোল: সামনেই পুরভোট। দলের প্রার্থী তালিকায়ও প্রকাশ করে ফেলেছিল সব পক্ষ। বিজেপি, তৃণমূল উভয় শিবিরই নিজের মতো করে প্রচারও শুরু করে দিয়েছিল। আর এরই মধ্যে প্রার্থী বদল। চন্দননগর পুরনিগমের একটি ওয়ার্ডের প্রার্থী বদল করল তৃণমূল। একইসঙ্গে আসানসোল পুরনিগমের দুটি ওয়ার্ডের প্রার্থীও বদল করেছে জোড়াফুল শিবির।

চন্দননগরে তৃণমূলের প্রার্থীবদল

চন্দননগরের ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূলের নতুন প্রার্থী হলেন ওমপ্রকাশ মাহাতো। আগের ঘোষিত তালিকা অনুসারে চন্দননগরের ৮ নম্বর ওয়ার্ডে জোড়াফুলের প্রাথী ছিলেন ইন্দ্রদীপ ঘোষ। তাঁর বদলে সেখানে প্রার্থী করা হচ্ছে ওমপ্রকাশ মাহাতোকে।

উল্লেখ্য, প্রার্থী পছন্দ না হওয়ায় চন্দনগরের একাধিক ওয়ার্ডে দেখা গিয়েছে বিক্ষোভের ছবি। ৬ নম্বর ওয়ার্ড, ৩৩ নম্বর ওয়ার্ডের বিক্ষোভের জেরে কার্যত নাজেহাল হতে হয়েছে শাসক শিবিরকে। মিছিল করে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূলের বিক্ষুব্ধ কর্মীরা। কিন্তু ওই দুই ওয়ার্ডের প্রার্থীদের ক্ষেত্রে কোনও বদল আনছেন না তৃণমূল সুপ্রিমো।

আসানসোলে তৃণমূলের প্রার্থীবদল

এর পাশাপাশি আসানসোলেও দুই ওয়ার্ডে প্রার্থী বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দুই ওয়ার্ড হল ৩৭ নম্বর ওয়ার্ড এবং ৯৪ নম্বর ওয়ার্ড। ৩৭ নম্বর ওয়ার্ডে তৃণমূলের নতুন প্রার্থী হলেন রূপেশ যাদব। ৯৪ নম্বর ওয়ার্ড প্রার্থী হলেন দিলীপ ওরাং। শনিবার এই ওয়ার্ডগুলিতে প্রার্থী বদলের কথা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগের ঘোষিত তালিকা অনুসারে আসানসোলের ৩৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী ছিলেন বাপি চক্রবর্তী এবং ৯৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী ছিলেন গণেশ ওরাং।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে কলকাতায় দলীয় বৈঠকের পর ১০৬ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। সেই তালিকায় দেখা যায় বাদ পড়েছেন প্রাক্তন ডেপুটি মেয়র তাবাসুম আরা, জল দফতরের মেয়র পারিষদ পূর্ণশশী রায়, সংখ্যালঘু উন্নয়ন দফতরের মেয়র পারিষদ মীর হাসিম, নিকাশি দফতরের মেয়র পারিষদ লক্ষণ ঠাকুর, শিক্ষা দফতরের মেয়র পারিষদ অঞ্জনা শর্মা, প্রাক্তন বোরো চেয়ারম্যান গুলাম সরোবর । বহু কাউন্সিলরের সঙ্গে বাদ পড়েছেন তৃণমূল মহিলা মোর্চার জেলা নেত্রী আলপনা বন্দ্যোপাধ্যায়ও। তারপর থেকে আসানসোলেও বিভিন্ন জায়গা বিক্ষোভ শুরু হয়েছিল তৃণমূলের টিকিট না পাওয়া নেতাদের মধ্যে।

নথিগত সমস্যায় প্রার্থী বদল করেছে পদ্ম শিবিরও

এদিকে নথিপত্র সমস্যার কারনে বিজেপিরও প্রার্থী বদল করা হয়েছে। চন্দননগর পুরনিগমের ১৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী বদল করল পদ্ম শিবির। আগের প্রার্থী জয়ন্ত বন্দ্যোপাধ্যায়ের বদলে শ্রাবনী মালিককে পদ্ম টিকিটে প্রার্থী করা হয়েছে চন্দননগরের ১৩ নম্বর ওয়ার্ডে।

আরও পড়ুন : Chandannagar Municipal Election: ‘লাল ফেরাও, হাল ফেরাও’, চন্দননগরে এ মন্ত্রেই ভোটের ময়দানে বামেরা

আরও পড়ুন : Chandannagar Municipal Election: তৃণমূলের প্রার্থী স্বামী-স্ত্রী দু’জনই! মানুষের ভরসায় মান্যতা দলের, বলছেন দম্পতি