হুগলি: হুগলির নির্বাচনী কমিটির বৈঠক শেষে ফের একবার এনআইএ-বিজেপি আঁতাতের অভিযোগে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের বক্তব্য, শুধু এনআইএ-র এসপির বিরুদ্ধে পদক্ষেপ করলেই চলবে না, এজেন্সির ডিরেক্টরকেও বদল করতে হবে। বললেন, ‘এসপির মাথার উপর একজন ডিরেক্টর রয়েছেন। তাঁর অনুমতি ছাড়া আদর্শ আচরণবিধি চলাকালীন একজন রাজনৈতিক নেতার সঙ্গে নিজের বাড়িতে বৈঠক করা যায় না। তাই শুধু এনআইএ এসপিকে ডেকে পাঠালে হবে না। লোকদেখানি শোকজ় জারি বা ডেকে একবার ধমকানো-চমকানো করা চলবে না। রাজ্য পুলিশের ডিজি তো ৪৮ ঘণ্টায় দু’বার বদল হয়েছে। তাহলে এনআইএ-র ডিরেক্টর কেন বদল হবেন না?’
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের মুখে এনআইএ ইস্য়ুতে নাগাড়ে সুর চড়িয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। গতকাল দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে গিয়ে দেখা করেছেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল। তারপর সেখান থেকে বেরিয়ে ধরনায় বসলে পুলিশ তাঁদের তুলে নিয়ে যায় মন্দিরমার্গ থানায়। এদিকে গতকাল রাতেই অভিষেকের নেতৃত্বে তৃণমূলের এক প্রতিনিধিদল কলকাতায় রাজভবনে গিয়ে রাজ্যপাল বোসের সঙ্গে দেখা করেন। সেই বৈঠক শেষে বেরিয়ে বিজেপি-এনআইএ আঁতাতের অভিযোগে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছিলেন অভিষেক।
তারপর আজ আবারও হুগলির দলীয় বৈঠক শেষে কড়া আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক জানালেন, আগামী কয়েকদিনের মধ্যেই তৃণমূলের তরফে নির্বাচন কমিশনের থেকে আরও একটি অ্য়াপয়েন্টমেন্ট চাওয়া হবে। যে তথ্যগুলি তৃণমূল ইতিমধ্যেই জনসমক্ষে এনেছে, সেগুলি আবারও জানানো হবে। তারপরও যদি কমিশন পদক্ষেপ না করে, তাহলে পরবর্তী ক্ষেত্রে সেই অনুযায়ী কর্মসূচি স্থির করতে তৃণমূল।