Durga Puja 2021: ‘এক হাতে ঘট তুলে ‘ওই’ বলল…’ কলাবউ স্নান করাতে গিয়ে নদীতে তলিয়ে গেলেন পুরোহিত

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Oct 12, 2021 | 4:41 PM

Death: বড় দুর্ঘটনা হয়ে গেল হাওড়ার উলুবেড়িয়ায়। নবপত্রিকা বা কলাবউ স্নান করাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক পুরোহিতের! ঘটনায় শোকের ছায়া এলাকায়।

Durga Puja 2021: এক হাতে ঘট তুলে ওই বলল... কলাবউ স্নান করাতে গিয়ে নদীতে তলিয়ে গেলেন পুরোহিত
নদীতে ডুবে মৃত্যু ব্রাহ্মণের। নিজস্ব চিত্র।

Follow Us

হাওড়া: উৎসবের আনন্দে মেতে উঠেছে রাজ্যবাসী। মঙ্গলবার, সপ্তমীর ভোরে পৌনে পাঁচটা নাগাদ নবপত্রিকা স্নানের মধ্যে দিয়ে শুরু পুজো। আর সেই নবপত্রিকা স্নান করাতে গিয়ে বড় দুর্ঘটনা হয়ে গেল হাওড়ার উলুবেড়িয়ায়। নবপত্রিকা বা কলাবউ স্নান করাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক পুরোহিতের! ঘটনায় শোকের ছায়া এলাকায়।

এ যেন সপ্তমীতেই দশমীর বিষাদের সুর! থমথমে হয়ে রয়েছে এলাকা। কারণ, সপ্তমীর সকালেই ঘটে গিয়েছে বড় দুর্ঘটনা। নবপত্রিকা স্নান করাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে এক ব্রাহ্মণের। উলুবেড়িয়ার রাঙামাটি জেটিঘাটের ঘটনা।

জানা গিয়েছে, রাঙামাটি এলাকার এক বাহ্মণ সমর চক্রবর্তী (৪৫) স্থানীয় বড়গাছিয়া নবোদয় ক্লাবের পুজোর ভার  নেন। সপ্তমীর সকালে নবপত্রিকা অর্থাৎ কলাবউ স্নান করাতে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন পাড়ার লোকজন। হইহই করে সবাই যান কলাবউ স্নান করাতে। কিন্তু হঠাৎই বিপত্তি। ঘট ডোবাতে গিয়ে পুরোহিত সমর চক্রবর্তী হঠাৎ পা পিছলে পড়ে যান। ডুবে যান তিনি।

ঠাকুরমশায়কে উদ্ধারের জন্য জলে নেমে পড়েন অন্যান্যরা। কিছুক্ষণ পর তাঁকে উদ্ধারও করা যায়। এর পর তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে। হাসপাতালে গেলে চিকিৎসকরা সমীরবাবুকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।

এদিকে মৃত সমর বাবুর সঙ্গে কলাবউ চান করাতে নেমেছিলেন সন্ন্যাসী দাস নামে একজন। তিনি জানাচ্ছেন, সমর বাবু প্রতিবছরই কলকাতায় দুর্গাপুজো করতে যান। শুধু এবারই আর কলকাতা যাননি। এ বছর তিনি বাড়িতে ছিলেন। সন্ন্যাসী বাবু জানাচ্ছেন যে, যখন তিনি কলাবউ চান করিয়ে উঠে আসছিলেন তখন ঠিক তাঁর পিছনে ছিলেন সমরবাবু। হঠাৎ তিনি ঘুরে দেখেন, তাঁর থেকে নদীর জলে ১০ থেকে ১২ ফুট দূরে থাকা সমরবাবু ঘট সামলাতে গিয়ে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে সমর বাবুকে উদ্ধার করতে নেমে পড়েন সবাই। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। রাঙামাটি এলাকায় এই মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া।

তাঁর কথায়, গেছিলাম সবাই আনন্দ করে। সব ঠিক ছিল। জোয়ান ছেলেগুলো সব আগে চান করে উঠে আসে। তার পর ওরা চা খাচ্ছিল। আর আমি যখন চান করে উঠছি ও (ব্রাহ্মণ) তখন ১০-১২ ফুট দূরে তফাতে ও তখন এক হাতে ঘট ধরে হাত তুলে ওই ওই বলে আওয়াজ করছে। আমরা তখন দৌড়ে যাই। কিন্তু তুলে এনে নিজেরা প্রাথমিক চিকিৎসা করা পর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো গেল না তাঁকে!”

আরও পড়ুন: Durga Puja 2021: মুসলিম ও হরিজন অংশগ্রহণ করায় মেলেনি পুজোর সরকারি অনুদান! মুখ্যমন্ত্রীকে চিঠি

Next Article