বাঁকুড়া: হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত বেসরকারি ঠিকা সংস্থায় চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগকে কেন্দ্র করে উত্তাল হল বাঁকুড়ার ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতাল। নিয়োগে বিজেপির যোগসাজসে তৃণমূলের একাংশের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে হাসপাতালের গেটে বিক্ষোভে ফেটে পড়ল তৃণমূলেরই একাংশ। যোগসাজসের অভিযোগ উড়িয়ে সম্পূর্ণভাবে ঘাসফুল শিবিরকে কাঠগোড়ায় তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপিও। নিয়োগের বিষয়টি একান্তভাবেই ঠিকা সংস্থার, এর সঙ্গে হাসপাতালের কোনও সম্পর্ক নেই বলে দায় এড়িয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আরজি কর কাণ্ডের পর রাজ্যের প্রতিটি হাসপাতালে নিরাপত্তারক্ষী থেকে শুরু করে ওয়ার্ড বয় ও অন্যান্য কর্মীর সংখ্যা বৃদ্ধির নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। সেই নির্দেশ অনুযায়ী সম্প্রতি ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে বরাতপ্রাপ্ত সংস্থা অস্থায়ী কর্মী হিসাবে ২৮ জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নেয়। নিয়োগ প্রক্রিয়া কিছুটা এগোতেই স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ তুলে আজ রাস্তায় নামে তৃণমূল ও বিজেপি দু’পক্ষই। কোনওরকম ঘোষণা ও নিয়োগ পরীক্ষা ছাড়াই তৃণমূলের একাংশের নির্দেশে ও স্থানীয় বিজেপির মদতে এই অস্থায়ী কর্মীদের নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ তুলে এদিন ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের একাংশ।
তাঁদের দাবি যে তৃণমূল নেতাই এই নিয়োগে যুক্ত থাকুক না কেন তা তাঁরা কোনওমতেই মানবেন না। প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনে যাবেন। অন্যদিকে এদিন একই ইস্যুতে ওন্দা চৌরাস্তা মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় বিজেপিও। বিজেপির দাবি, যোগসাজসের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তৃণমূলের ব্লক নেতৃত্ব একক ভাবে চাকরীপ্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে ওই অস্থায়ী চাকরি দিচ্ছে। অবিলম্বে স্বচ্ছ ভাবে নিয়োগ না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।
এমতাবস্থায় সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে ঘরে বাইরে এই চাপের মুখে পড়ে অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের ব্লক সভাপতি উত্তম বিট অভিযোগ উড়িয়ে দাবি করেছেন নিয়োগকারী বেসরকারি সংস্থাটি কোনওরকম দল, মত না দেখে অস্থায়ী কর্মী নিয়োগ করেছে। পাশাপাশি এই নিয়োগের ক্ষেত্রে স্থানীয়দেরই অগ্রাধিকার দিয়েছে সংস্থাটি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এই নিয়োগের সঙ্গে হাসপাতালের কোনও সম্পর্ক নেই। বরাতপ্রাপ্ত বেসরকারি সংস্থার নিয়োগে হাসপাতালের কোনও হাত নেই।