AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah Snatching News: হাওড়া স্টেশনের সাবওয়েতে তৈরি চক্র, ভর সন্ধ্যায় লুটছে যাত্রীদের

Howrah News: এই ঘটনার পরেই স্থানীয় গোলবাড়ি থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই দম্পতি। অভিযুক্তকে খুঁজছে পুলিশ। গোটা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। জোর কদমে চলছে তদন্ত। খুব শীঘ্রই অভিযুক্তকে পাওয়া যাবে বলে ঘোষ দম্পতিকে আশ্বাস দিয়েছেন রক্ষীরা।

Howrah Snatching News: হাওড়া স্টেশনের সাবওয়েতে তৈরি চক্র, ভর সন্ধ্যায় লুটছে যাত্রীদের
সাবওয়েতে চলছে ছিনতাই চক্র
| Edited By: | Updated on: Oct 15, 2025 | 9:21 PM
Share

হাওড়া: সস্ত্রীক কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন। কিন্তু মাঝে এরকম ভয়াবহ একটা ঘটনা ঘটে যাবে, তা আশা করতে পারেননি তিনি। নিজে যখন পান কিনতে ব্যস্ত, তখনই বড় বিপদের মুখে পড়ে গেলেন স্ত্রী। ঘটনা হাওড়ার। ভর সন্ধ্যায় এক মহিলার গলা থেকে দামি সোনার নেকলেস ছিনিয়ে গেল ছিনতাইকারী। শুরু হয়েছে তদন্ত। অধরা অভিযুক্ত।

বুধবার সন্ধ্য়ায় স্ত্রী মিঠু ঘোষকে নিয়ে কলকাতা থেকে হাওড়ার বড়গাছিয়ার নিজের বাড়ি ফিরছিলেন বৃন্দাবন ঘোষ। তিনি পেশায় ব্যবসায়ী। বাড়ি ফেরার পথেই হাওড়া স্টেশনের বারো নম্বর সাবওয়ের মুখে পান কিনতে দাঁড়িয়ে পড়েন বৃন্দাবনবাবু। তারপরেই ঘটে বিপত্তি। বৃন্দাবনবাবুর স্ত্রী মিঠু ঘোষের গলা থেকে এক ভরি ওজনের সোনার হার ছিনিয়ে নিয়ে চলে যায় এক ছিনতাইকারী। আচমকাই ঘটনাটি ঘটায় স্তম্ভিত হয়ে যান দু’জনেই। মুহুর্তের মধ্যে হুঁশ ফিরতেই ছিনতাইকারীকে ধাওয়া করেন বৃন্দাবনবাবু। ছুটে যান স্থানীয়রাও। কিন্তু ধরা সম্ভব হয় না। বলা চলে, আগুনের গতিতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। বৃন্দাবন বাবু জানিয়েছেন, ‘হারটা যখন ছিনতাই করে নিয়ে চলে যায়, আমি সঙ্গে সঙ্গে সঙ্গে ধাওয়া করি। ওঁর পিছনে অনেকটা ছুটেছিলাম। কিন্তু হাঁফিয়ে যাই। জোয়ান ছেলে তো, ধরতে পারি না। পুলিশে অভিযোগ করেছি, ওরা পাঁচ মিনিটের মধ্যেই অভিযোগ দায়ের করে তদন্তে বেরিয়ে পড়ে।’

এই ঘটনার পরেই স্থানীয় গোলবাড়ি থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই দম্পতি। অভিযুক্তকে খুঁজছে পুলিশ। গোটা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। জোর কদমে চলছে তদন্ত। খুব শীঘ্রই অভিযুক্তকে পাওয়া যাবে বলে ঘোষ দম্পতিকে আশ্বাস দিয়েছেন রক্ষীরা।

উল্লেখ্য, ওই সাবওয়ের সামনেই দোকান চালান মায়া সামন্ত নামে এক মহিলা। তিনি জানিয়েছেন, হাওড়া স্টেশনের এই সাবওয়েগুলি, বিশেষ করে ১২ নম্বর সাবওয়ে যেখানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, সব এখন দুষ্কৃতীদের আখড়া। প্রায়শই সাধারণ মানুষকে সর্বসম্মুখে লুটে নিয়ে চলে যায় তাঁরা। পুলিশের ভূমিকা নিয়েও অভিযোগ তুলেছেন তিনি। তাঁর কথায়, ‘পুলিশ তো নেই থাকলে ছিনতাইকারীকে ধরত। প্রতিদিনই তো দেখি থাকে, কিন্তু আজ নেই দেখলাম।’