ভিডিয়ো: দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন, নব দম্পতিকে আশীর্বাদ কৈলাসের

সুমন মহাপাত্র |

Feb 07, 2021 | 10:46 PM

এবার একেবারে গণবিবাহের আসরে নব দম্পতিকে আশীর্বাদ সেরে এলেন কৈলাস।

ভিডিয়ো: দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন, নব দম্পতিকে আশীর্বাদ কৈলাসের
বিবাহ আসরে কৈলাস

Follow Us

বাগনান: গণবিবাহের আসরে এ বার কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। একেবারে মাটিতে বসে বর-কনেকে আশীর্বাদ করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা। বরের আঙুলে পরিয়ে দিলেন আংটি। চারদিকে থেকে উড়ে এল ফুলের পাপড়ি, সব মিলিয়ে বিয়ের অনুষ্ঠানে ধরা দিলেন এক অন্য কৈলাস। নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে বদ্ধ পরিকর সব দলই।

বারবার দেখা গিয়েছে নিম্নস্তরের মানুষদের সঙ্গে জনসংযোগ বাড়ানোর চেষ্টা চালিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। বারবার বঙ্গ সফরে এসে কৃষকদের বাড়িতে অন্নগ্রহণ করেছেন তাঁরা। এবার একেবারে গণবিবাহের আসরে নব দম্পতিকে আশীর্বাদ সেরে এলেন কৈলাস। কয়েক দিন আগেই উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে ফালাকাটায় প্রায় ৪৫০ আদিবাসী যুবক-যুবতীর বিয়েতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সে দিন ফালাকাটার গণবিবাহ আসরে আদিবাসীদের সঙ্গে তালে তাল মিলিয়ে নেচেছিলেন মমতা। এ বার সেই একই পথে কৈলাস। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গণবিবাহও হয়ে উঠছে রাজনীতির অংশ।

আরও পড়ুন: ‘বাংলার এনার্জি মমতা ব্যানার্জি’, বিজেপিকে বিঁধে সুজাতার নতুন স্লোগান

এ দিন ধর্মীয় রীতি মেনেই মন্ত্র পড়ে কৈলাসের অভিভাকত্বে নব দম্পতির আশীর্বাদ সম্পন্ন হল। তখন চারদিক থেকে শোনা যাচ্ছিল উলুধ্বনি। আশেপাশে বসেছিলেন আরও এক ঝাঁক বিয়ে করতে আসা যুগল। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁও এই বিবাহ আসরে গিয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে। সব মিলিয়ে এক দিকে যখন ব-কলমে খোদ প্রধানমন্ত্রী এসে বিজেপির নীলবাড়ি জয়ের রাস্তা প্রশস্ত করছেন, তখনই জনসংযোগে কোনও খামতি না রেখেই পুরদমে ঝাপাচ্ছে বিজেপি।

Next Article