Laxmi Puja: লক্ষ্মীপুজোয় থিমের টক্কর হয় হাওড়ার এই গ্রামে
Laxmi Puja: গত কয়েক দশক এখানে শুরু হয়েছে বারোয়ারি লক্ষ্মী পুজো শুরু হয়েছে। আর সময়ের সঙ্গে সঙ্গে লক্ষীপুজো আড়ে-বহরে আরও বেড়েছে এবং ক্রমে তা থিম পুজোর আকার নিয়েছে।
খালনা: দুর্গাপুজোয় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে থিমপুজোর লড়াই দেখা যায়। কালীপুজোতেও থিমপুজোর লড়াইয়ের কথা আমরা জানি। তবে জানেন কি লক্ষ্মীপুজোতেও থিম পুজো হয়? হাওড়ার খালনা। এই গ্রামে গেলেই আপনি দেখতে পাবেন লক্ষ্মীপুজোর থিমের লড়াই। দুর্গাপুজোয় যেমন থিমের লড়াই হয় রাজ্যের বিভিন্ন জায়গায়, তেমনই থিম পুজোর টক্কর চলে এই খালনা গ্রামে। এই খালনা গ্রামকে আশপাশের লোকেরা ‘লক্ষ্মীগ্রাম’ বলেই চেনেন। বহু বছর ধরে এই গ্রামে বাড়িতে বাড়িতে লক্ষ্মীপুজো হয়ে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে তা আকারে বড় হতে থাকে। গত কয়েক দশক এখানে শুরু হয়েছে বারোয়ারি লক্ষ্মী পুজো শুরু হয়েছে। আর সময়ের সঙ্গে সঙ্গে লক্ষীপুজো আড়ে-বহরে আরও বেড়েছে এবং ক্রমে তা থিম পুজোর আকার নিয়েছে।
কেন খালনায় বড় করে লক্ষ্মীপুজো?
অতীতে খালনা এলাকায় অনেক নালা ছিল। সেগুলি নদীর সঙ্গে যুক্ত ছিল। ফলে নদীতে জোয়ার এলে, সেই জোয়ারের জল নালা দিতে ঢুকে যেত এলাকায়। প্লাবিত হয়ে যেত বেশিরভাগ এলাকা। ফলে সেই সময় বড় করে দুর্গাপুজো করার মতো পরিস্থিতি থাকত না খালনা এলাকায়। কিছুটা মাটি হয়ে যেত দুর্গাপুজোর আনন্দ। তাই দুর্গাপুজোর কিছুদিন পরে লক্ষ্মীপুজোর সময়ে তা বড় করে করা হত এই গ্রামে। শুধু তাই নয়, এর পাশাপাশি প্লাবনে যেহেতু ফসলের ক্ষয়ক্ষতি অনেক হত, তার থেকে নিস্তারের জন্যও ধন-সম্পত্তির দেবী লক্ষ্মীর আরাধনা বড় করে করতেন তাঁরা।
থিম পুজোর টক্কর
খালনায় বারোয়ারি লক্ষ্মীপুজো আলাদা মাত্রা পেয়েছে। সেখানে এখন প্রতি বছর থিম পুজোর টক্কর চলে। এবার খালনায় পরিবেশ সচেতনতা থেকে শুরু করে স্থাপত্য ও ভাস্কর্য নিদর্শনকে তুলে আনার মতো বিভিন্ন বিষয়কে পুজোর থিম করা হচ্ছে। খালনায় কমবেশি প্রায় ১৫ টিরও বেশি বড় পুজো মণ্ডপ হয়। গোটা এলাকা আলোর রোশনাইয়ে আলোকিত হয়ে থাকে। রাস্তায় থাকে দর্শনার্থীদের ভিড়। তিল ধারণের জায়গা থাকে না। মাত্র দু থেকে তিন কিলোমিটার রাস্তা যেতে পাঁচ থেকে ছয় ঘণ্টারও বেশি সময় লাগে পুজোর সময়। এতটাই ভিড় হয় এখানে।