Santragachi: বড় বিপর্যয় হাওড়া-খড়গপুর শাখায়! বাতিল প্রায় ২০০ লোকাল-সহ একাধিক এক্সপ্রেস
Santragachi: বিগত বেশ কয়েক বছর ধরেই হাওড়া-শিয়ালদহের পাশাপাশি সাঁতরাগাছি থেকেও বহু দূরপাল্লার ট্রেন ছাড়ে। কিন্তু, বেশ কিছু ট্রেন বাতিল হয়ে যাওয়ায় গরমে আটকে নাভিশ্বাস উঠছে বহু যাত্রীর। কেউ কেউ গতকাল রাত থেকেই হাওড়া স্টেশনে এলেও ট্রেন কখন ছাড়বে জানেন না।

সাঁতরাগাছি: সিগন্যালিং সিস্টেমে বড়সড় গোলযোগ। সাঁতরাগাছিতে আটকে গেল প্রায় সব ট্রেন। সাঁতরাগাছি দিয়ে যাওয়ার সব কটি ট্রেনই প্রায় দুর্ভোগে। লোকাল থেকে দূরপাল্লা, এই রুটে সবই ট্রেনই আটকে যায় মাঝপথেই। সূত্রের খবর, সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগন্যাল সিস্টেমে সমস্যার এই অবস্থা। সম্প্রতি ইন্টারলকিং এর কাজ হয়েছিল। সেই ইন্টারলকিং সম্পূর্ণ বিকল হয়ে পড়েছে। নতুন করে সংস্কার ছাড়া ওই শাখায় পরিষেবা চালু করা অসম্ভব বলে মনে করছেন দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকরা।
এদিকে ট্রেন না পেয়ে ইতিমধ্যেই চরম ভোগান্তিতে যাত্রীরা। ভোগান্তিতে অফিস যাত্রী থেকে দূরপাল্লার যাত্রীরা। বিগত বেশ কয়েক বছর ধরেই হাওড়া-শিয়ালদহের পাশাপাশি সাঁতরাগাছি থেকেও বহু দূরপাল্লার ট্রেন ছাড়ে। কিন্তু, বেশ কিছু ট্রেন বাতিল হয়ে যাওয়ায় গরমে আটকে নাভিশ্বাস উঠছে বহু যাত্রীর। কেউ কেউ গতকাল রাত থেকেই হাওড়া স্টেশনে এলেও ট্রেন কখন ছাড়বে জানেন না।
অন্যদিকে রেল বলছে ইতিমধ্যেই সাঁতরাগাছি রেল ইয়ার্ডে নন ইন্টারলকিংয়ের কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলেই দ্রুত সমস্যা মিটে যাবে। এই কাজের কারণে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত হাওড়া-খড়গপুর শাখায় বহু ট্রেন বাতিলও করা হয়েছে। বাতিল করা হয়েছে প্রায় ২০০ লোকাল ও একাধিক এক্সপ্রেস ট্রেন।
