Jalpaiguri: সন্ধ্যাবেলায় চা বাগানের ধার দিয়ে হাঁটছিলেন, ১৯ বছরের তরুণীকে ‘গণধর্ষণ’
Jalpaiguri Physical Harassment Case: ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় জানিয়েছেন, “অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়। নির্দিষ্ট ধারায় মামলাও রুজু হয়। চলে জিজ্ঞাসাবাদা। বৃহস্পতিবার তাঁদের জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়েছে।”

রাজগঞ্জ: জলপাইগুড়ির রাজগঞ্জে ১৯ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ। ইতিমধ্যেই দুই যুবককে গ্রেপ্তার করেছে বেলাকোবা আউটপোস্টের পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। সূত্রের খবর, বুধবার আদতে বানারহাটের বাসিন্দা ওই যুবতী রাজগঞ্জে এক বান্ধবীর বাড়িতে বেড়াতে আসেন। সন্ধ্যাবেলার চা বাগানের ধার দিয়ে হাঁটছিলেন। অভিযোগ, আচমকা দুই যুবক তাঁকে রাস্তার ধার থেকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। কোনওমতে তাঁদের অকথ্য নির্যাতন থেকে রেহাই পেতেই ছুটে পাশেই গ্রামে ঢুকে পড়েন নির্যাতিতা।
তাঁর আতঙ্কে জর্জরিত মুখ, এলোমেলো জামাকাপড় দেখে গ্রামবাসীও বুঝতে পারেন কিছু একটা ঘটেছে। তাঁদের সঙ্গে কথা বলতে গিয়েই আতঙ্কে ভেঙে পড়েন যুবতী। তাঁদেক পুরো ঘটনার কথা বিশদে বলেন। গ্রামবাসীরাই তারপর পুলিশে খবর দেন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। যুবতীর মুখেই অভিযুক্তদের বর্ণনা পেয়ে শুরু হয়ে যায় তল্লাশি। অভিযোগ পাওয়ার কিছু সময়ের মধ্যেই অভিযুক্তদের চিহ্নিত করা সম্ভব হয়। তারপরই গ্রেফতার করা হয় দুজনকেই। তোলা হয়েছে আদালতে।
ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় জানিয়েছেন, “অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়। নির্দিষ্ট ধারায় মামলাও রুজু হয়। চলে জিজ্ঞাসাবাদা। বৃহস্পতিবার তাঁদের জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়েছে। তবে পূর্ণাঙ্গ তদন্তের জন্য ওদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হয়।” জলপাইগুড়ি জেলা আদালতের সহকারী সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় জানাচ্ছে, সমস্ত সওয়াল জবাবের পর আদালত অভিযুক্তদের দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা।
