Bee: জঙ্গলের মাঝখানের রাস্তা, একসঙ্গে দশজনকে হুল ফোটাল মৌমাছি
Dhupguri: জঙ্গলের মধ্যিখান থেকে চলে গিয়েছে সড়ক। সেই সড়ক ধরে কয়েকজন গয়েকাটার দিকে ফিরছিলেন আর কিছু মানুষ নাথুয়ার দিকে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে জঙ্গলের এক প্রান্ত থেকে এক প্রান্ত এক ঝাঁক মৌমাছি উড়ে আসে। ঘিরে ধরে পথচারীদের।
গয়েরকাটা: জঙ্গলের মধ্যে হাতি বাইসনের হামলার কথা সকলেই শুনেছেন। মৌমাছিও যে হামলা চালাতে পারে তা হয়ত ঘুণাক্ষরে বুঝতে পারেননি ওই রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীরাও। আচমকা পথচারীদের ঘিরে ধরে এক ঝাঁক মৌমাছি। জঙ্গলের মাঝে মৌমাছি হুল ফোটাল প্রায় ১০ জনকে। ঘটনাটি ঘটেছে গায়েরকাটা থেকে নাথুয়াগামী রাজ্য সড়কে। মরাঘাট জঙ্গলের মাঝে।
জঙ্গলের মধ্যিখান থেকে চলে গিয়েছে সড়ক। সেই সড়ক ধরে কয়েকজন গয়েকাটার দিকে ফিরছিলেন আর কিছু মানুষ নাথুয়ার দিকে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে জঙ্গলের এক প্রান্ত থেকে এক প্রান্ত এক ঝাঁক মৌমাছি উড়ে আসে। ঘিরে ধরে পথচারীদের। মৌমাছি হুল ফোটানোয় রাস্তার মধ্যে পড়ে ছটফট করতে থাকেন অনেকেই। তাঁদের ওই অবস্থা দেখে অন্যান্য পথচারীরা তাঁদের উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সকলেই সুস্থ রয়েছেন বলে খবর।
প্রত্যক্ষদর্শী রানা ভট্টাচার্য বলেন, “রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আচমকা দেখলাম বড়-বড় দুজনকে কামড়ে দিয়েছিল দিয়েছিল। তারপর ওই পথ দিয়ে যাঁরা যাতায়াত করছিলেন তাঁদেরও কামড়াতে শুরু করে।”