Dooars: আচমকা জন বার্লার বাড়িতে হাজির সুকান্ত, বন্ধ দুয়ারে কী আলোচনা?

Dooars: এ দিন, জন বার্লার বাড়িতে বেশ কিছুক্ষণ বৈঠক করেন সুকান্ত মজুমদার ও সাংসদ রাজু বিস্তা। তবে তাদের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে তা কিন্তু প্রকাশ্যে বলতে চাননি দুজনের মধ্যে কেউই। সুকান্ত মজুমদারের এদিন বলেন, "ব্যক্তিগত পর্যায়ে সাক্ষাতের জন্য আসা হয়েছিল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর স্ত্রী দীর্ঘদিন থেকে অসুস্থ। তাই তার সঙ্গে দেখা করতে আসা। খোঁজখবর করতে আসা।"

Dooars: আচমকা জন বার্লার বাড়িতে হাজির সুকান্ত, বন্ধ দুয়ারে কী আলোচনা?
সুকান্ত মজুমদার, রাজ্য সভাপতিImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 23, 2024 | 4:48 PM

ডুয়ার্স: মাদারিহাট বিধানসভা উপনির্বাচনের মুখে নিজেকে ঘরবন্দি করে রেখেছেন জন বার্লা। এমনটাই গুঞ্জন ডুয়ার্সের রাজনীতিতে। তার মধ্যে সদ্য তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বোন। তাই ঘরে বাইরে অনেকটাই চাপে বিজেপি এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আর সেই কারণে মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে মনোনয়ন পত্র জমার দিন ঠিক তার আগ মুহূর্তে বানারহাটে লক্ষীপাড়া চা বাগানে জন বার্লার বাড়িতে এলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন সাংসদ রাজু বিস্তা।

এ দিন, জন বার্লার বাড়িতে বেশ কিছুক্ষণ বৈঠক করেন সুকান্ত মজুমদার ও সাংসদ রাজু বিস্তা। তবে তাদের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে তা কিন্তু প্রকাশ্যে বলতে চাননি দুজনের মধ্যে কেউই। সুকান্ত মজুমদারের এদিন বলেন, “ব্যক্তিগত পর্যায়ে সাক্ষাতের জন্য আসা হয়েছিল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর স্ত্রী দীর্ঘদিন থেকে অসুস্থ। তাই তার সঙ্গে দেখা করতে আসা। খোঁজখবর করতে আসা।”

তবে জন বার্লা প্রচারে নামবেন কি না সে বিষয়ে প্রশ্ন করা হলে সুকান্ত বাবু বলেন, “তিনি এখন সংসার সামলাচ্ছেন। তার বাড়িতে অসুস্থ রোগী রয়েছে। সময় পেলে অবশ্যই তিনি প্রচারে নামবেন।” মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে গোর্খা জনমুক্তি মোর্চা প্রার্থী দিয়েছে তানিয়ে তিনি বলেন, “খুব একটা বেশি কিছু করতে পারবে না নির্দল প্রার্থী। আমি অনুরোধে করব মনোনয়নপত্র তুলে নেওয়ার জন্য এবং আমাদের সমর্থন করার জন্য।”