Jalpaiguri: পেনশনের টাকা না পেয়ে মাকে খুন, যাবজ্জীবন কারাদণ্ড ছেলের
Life imprisonment: মাকে খুনের অভিযোগে দাদার বিরুদ্ধে থানায় FIR দায়ের করেন বৃদ্ধার ছোট ছেলে সুনীল পান্না। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বড় ছেলে বিজয় পান্নাকে গ্রেফতার করে বানারহাট পুলিশ। চার্জশিট পেশ হলে শুরু হয় বিচার প্রক্রিয়া। মঙ্গলবার সাজা ঘোষণা করল জলপাইগুড়ি আদালত।

জলপাইগুড়ি: অবসরপ্রাপ্ত চা শ্রমিক হিসেবে মা পেনশন পেতেন। সেই পেনশনে নজর ছিল ছেলের। আর পেনশনের টাকা চেয়েও না পাওয়ায় মাকে খুন করেন তিনি। নৃশংস সেই খুনের ২ বছর পর দোষীসাব্যস্ত ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত।
২০২৩ সালের মে মাসে শ্রমিক আবাসনে খুন হন ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানের বিঘা লাইনের বাসিন্দা অবসরপ্রাপ্ত চা শ্রমিক শিদনি পান্না (৭০)। ছোট ছেলের সঙ্গে থাকতেন বৃদ্ধা। ছোট ছেলের অনুপস্থিতিতে বড় ছেলে বিজয় পান্না মায়ের কাছে এসেছিলেন। মায়ের কাছে পেনশনের টাকা চান। কিন্তু, টাকা দিতে রাজি হননি বৃদ্ধা। অভিযোগ, টাকা না পেয়ে মাথায় আঘাত করে মাকে খুন করেন বিজয়।
মাকে খুনের অভিযোগে দাদার বিরুদ্ধে থানায় FIR দায়ের করেন বৃদ্ধার ছোট ছেলে সুনীল পান্না। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বড় ছেলে বিজয় পান্নাকে গ্রেফতার করে বানারহাট পুলিশ। চার্জশিট পেশ হলে শুরু হয় বিচার প্রক্রিয়া। মঙ্গলবার সাজা ঘোষণা করল জলপাইগুড়ি আদালত।
জলপাইগুড়ি জেলা আদালতের সহকারী সরকারি আইনজীবী শুভঙ্কর চন্দ বলেন, দশ জনের সাক্ষ্য ও একাধিক প্রমাণের ভিত্তিতে এদিন জলপাইগুড়ি ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের বিচারক স্বাতী মুখোপাধ্যায় দোষীসাব্যস্ত বিজয় পান্নাকে এদিন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। একই সঙ্গে কুড়ি হাজার টাকা জরিমানা করেছেন বিচারক।
