Dhupguri: পোকা ভর্তি আতপ চাল! শোরগোল ধূপগুড়িতে

Dhupguri: বৃহস্পতিবার রেশন সামগ্রী নিয়ে ভেন্টিয়া এলাকায় দুয়ারে রেশন বন্টন  চলছিল। গ্রামবাসীদের দাবি, গত চার মাস ধরে আতপ চাল দেওয়া হচ্ছিল তাঁদের। যা শুরু থেকেই নিতে নারাজ গ্রামবাসীরা

Dhupguri: পোকা ভর্তি আতপ চাল! শোরগোল ধূপগুড়িতে
প্রতীকী চিত্র। Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Nov 02, 2023 | 4:09 PM

জলপাইগুড়ি: রেশন সামগ্রী বন্টন নিয়ে দীর্ঘ টাল বাহানার অভিযোগ। নিম্নমানের সামগ্রী অভিযোগে ধূপগুড়িতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এবার দুয়ারে রেশন প্রকল্পের রেশন সামগ্রী ফিরিয়ে দিয়ে বিক্ষোভে সামিল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের বারঘরিয়া গ্রাম পঞ্চায়েতের রেশন গ্রাহকরা।

অভিযোগ, বৃহস্পতিবার রেশন সামগ্রী নিয়ে ভেন্টিয়া এলাকায় দুয়ারে রেশন বন্টন  চলছিল। গ্রামবাসীদের দাবি, গত চার মাস ধরে আতপ চাল দেওয়া হচ্ছিল তাঁদের। যা শুরু থেকেই নিতে নারাজ গ্রামবাসীরা। তবে এদিনের রেশন সামগ্রীতে সেই চালেও পোকা থাকারও অভিযোগ তোলা হয়। রেশনের সামগ্রী ফেলে রেখেই প্রত্যেকে বিক্ষোভে সামিল হন।  আতপ চাল ফিরিয়ে দিয়ে দ্রুত ভাল সেদ্ধ চালের বিলি করার দাবি জানান তাঁরা।

যদিও গোটা বিষয়ে রেশন সামগ্রী বন্টনকারী আধিকারিকদের দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই আতপ চাল বিলি করা হচ্ছে। গ্রামবাসীরা ভুল অভিযোগ তুলছে। এদিনের ঘটনায় বিলিবন্টনকারী সংস্থার আধিকারিকরা গ্রামবাসীদের আন্দোলনকে মান্যতা দিয়ে রেশন সামগ্রী ফিরিয়ে নিয়ে যান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা বলে।

রেশন দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসতেই, রাজ্যের বিভিন্ন জায়গায় রেশন বন্টনে বেনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রাহকরা। কোথাও ওজনে কম দেওয়ার অভিযোগ, কোথাও নিম্নমানের খাবার, কোথাও আবার পোকা চাল-আটা দেওয়ার অভিযোগ উঠছে। এই ইস্যুকে নিয়ে সরব হয়েছেন বিরোধীরাও।