বাড়িতে ঢুকে হাতের চোট দেখালো বাঁদর

বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে তার বাঁ হাতে দগদগে ঘা হয়েছিল।

| Edited By: | Updated on: Aug 11, 2022 | 12:00 AM

জলপাইগুড়ি: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে গিয়েছে এক হাত। জখম অবস্থায় যন্ত্রণায় কাতরাচ্ছে। সেই অবস্থায় গৃহস্থের বাড়িতে সাহায্য চাইতে এল এক বাঁদর। সেখানে এসে বার বার জখম হওয়া হাত দেখাতে থাকে সে। তা দেখেই স্থানীয় বাসিন্দারা বুঝতে পারেন কোথাও আঘাত লেগেছে তার। এর পরই বনদফতরে খবর দেওয়া হয়। বন দফতরের আধিকারিকরা এসে তাঁদের উদ্ধার করে নিয়ে যান।

জলপাইগুড়ির শিরিষতলা এলাকার বাসিন্দা প্রতীক চৌধুরী। তাঁর বাড়িতেই বুধবার বেলার দিকে ঢুকে পড়ে একটি অসুস্থ বাঁদর। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে তার বাঁ হাতে দগদগে ঘা হয়েছিল। প্রতীকের ঘরের ভিতরে ঢুকে বার বার নিজের হাতের ক্ষত দেখাতে থাকে। বিষয়টি বুঝতে পেরে তিনি খবর দেন বন দফতরে। এর পর গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের কর্মীরা এসে তাকে উদ্ধার করে। এবং চিকিৎসার জন্য গরুমারা প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে নিয়ে যান।

প্রতীক চৌধুরী বলেছেন, “কয়েকদিন আগে শিরিষতলা এলাকায় একটি বানর বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার পর থেকে বাঁদরটি ওই এলাকায় ঘুরপাক খাচ্ছিল। স্থানীয় বাসিন্দারা বানরটিকে কলা বা অন্যান্য ফল খেতে দিলেও খেতে পারছিল না। আজ দুপুরে বানরটি তাদের বাড়িতে চলে আসে। বার বার বাঁ হাতটি তুলে তুলে দেখাচ্ছিল। আমি বুঝতে পেরে বন দফতরে খবর দিই।“

বনকর্মী সৌভিক মণ্ডল বিষয়টি নিয়ে বলেছেন, “এটি একটি পূর্ন বয়স্ক মহিলা বাঁদর ছিল। তার বাঁ হাতটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুড়ে গিয়েছে। আমরা তাঁকে উদ্ধার করে গরুমারা প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তার চিকিৎসা শুরু হয়েছে।“

Follow Us: