জলপাইগুড়ি: কীটনাশক খেয়ে প্রেমিকার বাড়ির সামনে আত্মহত্যার (Attempts to Suicide) চেষ্টা প্রেমিকের (Lover)। গুরুতর অবস্থায় তাঁকে ভর্তি করা হল হাসপাতালে। বুধবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, ফোনে ফোনে আলাপ থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কেরলে কর্মরত ওই যুবক ও ধুপগুড়ির তরুণীর। বেশ ভালই চলছিল। বাড়ি ফিরে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েই ঘটল বিপত্তি। প্রেমিক জানতে পারলেন প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হয়ে গিয়েছে। যেন মাথায় বাজ পড়ে তাঁর। কিছুতেই মেনে নিতে পারেননি যে প্রেমিকার অন্যত্র বিয়ে হবে।
এদিকে প্রেমিকা আর তাঁর সঙ্গে সম্পর্ক থাকতে রাজি নয়, এমনকি তাঁকে বিয়ে করতেও আপত্তি করে। অভিযোগ, এর পরই সোহেল আলম নামে ওই যুবক প্রেমিকার বাড়ির সামনেই কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
ধূপগুড়িতে বিয়ের দাবিতে একের পর এক ঘটনা ঘটেই চলেছে। কখনও যুবক যুবতীর ধরনা আবার কখনো বিবাহিত মহিলার ধরনা বিবাহিত যুবকের বাড়িতে। এবার আবার ফোনেফোনে প্রেম, তারপর বিয়ের দাবিতে ধরনা তার পরও মেয়ে রাজি না হওয়ায় সেখানেই আত্মহত্যার চেষ্টা করলেন যুবক। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় ধূপগুড়ি ব্লকের ভেমটিয়া এলাকায়।
জানা গিয়েছে, খলাইগ্ৰাম এলাকার যুবকের সঙ্গে ফোনে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে ভেমটিয়া এলাকার এক যুবতীর। এরপর এদিন সন্ধ্যায় যুবকটি যুবতীর বাড়িতে বিয়ের দাবিতে ধরনায় বসেন। এদিকে যুবতীর অন্যত্র একটি ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গিয়েছে। যার ফলে মেয়েটি সরাসরি ছেলেটিকে বিয়ে করবে না বলে জানিয়ে দেন। এর পরই ওই যুবক বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে ধূপগুড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি।
উল্লেখ্য, আগের দিন অর্থাৎ মঙ্গলবার ধূপগুড়িতে এমন এক ধরনা দিয়েছিলেন এক প্রেমিকা। তবে সেখানে আবার সমস্যা অন্যরকম। প্রেমিক বিবাহিত। প্রেমিকারও সংসার রয়েছে। রয়েছে দুই সন্তানও। তবু প্রেমিকের সঙ্গে সংসার পাততে চান মহিলা। এদিকে সংসার ছেড়ে তাঁর সঙ্গে সংসার পাতার পরেও হঠাৎই ‘বেপাত্তা’ হয়ে যান প্রেমিক। এদিকে প্রেমিকাও নাছোড়। তাই সোজা বিবাহিত প্রেমিকের বাড়িতে গিয়ে ধরনায় বসেন দুই সন্তানের মা। দাবি, ফিরিয়ে দিতে হবে প্রেমিককে। মঙ্গলবার ধূপগুড়ির (Dhupguri) হরিণখাওয়া এলাকার এই ঘটনা ঘটে। তার পর আবার এদিনের আরেক এক ঘটনায় এলাকায় শুরু হয়েছে জোর চাঞ্চল্য।
আরও পড়ুন: Weather Updates: জাঁকিয়ে পড়েছে শীত, আপাতত বদলাবে না তাপমাত্রা, বৃষ্টি হবে কি? জানাল হাওয়া অফিস