Kalpataru Utsav: কল্পতরু উৎসবে ভক্তশূন্য দক্ষিণেশ্বর, জয়রামবাটি, কালীঘাট
Kalpataru Utsav: কোভিড পরিস্থিতির কারনে বছর শুরুর দিনে জয়রামবাটি মাতৃ মন্দিরের ভেতরে থাকা নাট মন্দিরে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করেছে জয়রামবাটি মাতৃমন্দির কর্তৃপক্ষ।

TV9 বাংলা: নতুন বছরেও কোভিড কাঁটা। কল্পতরু উৎসবেই ভক্তশূন্য দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, কালীঘাটও। করোনার নয়া স্ট্রেন ওমিক্রন ভয় ধরিয়েছে মনে। শুক্রবারের শেষ তথ্য অনুযায়ী, রাজ্যে ওমিক্রন পজিটিভ আরও একজন। রাজ্যে ওমিক্রন আক্রান্ত বেড়ে সতেরো। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ জন। রাজ্যে সক্রিয় ওমিক্রন আক্রান্ত ১৪ জন। এই পরিস্থিতি মন্দিরগুলিতে বিশেষ নজরদারি, জমায়েত এড়িয়ে চলার পরামর্শ। কল্পতরু উৎসব ভক্তশূন্যভাবে রীতি মেনে পালিত হল কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বর, বেলুড় মঠে। কিন্তু বিধিনিষেধ বহাল রেখেও কল্পতরু উৎসবে ভক্ত সমাগমে বাধা রাখেনি কামারপুকুর রামকৃষ্ণ মঠ।
দক্ষিণেশ্বর মন্দির
করোনা সংক্রমণের বাড়বাড়ন্তে কল্পতরু উত্সবের দিন বন্ধ দক্ষিণেশ্বর মন্দির। মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত আগেই নিয়েছেন কর্তৃপক্ষ। কিন্তু অনেকেই জানতেন না মন্দির বন্ধ থাকবে। বন্ধ গেটের বাইরে থেকেই ভবতারিনীকে প্রণাম জানিয়ে বিদায় নিচ্ছেন দর্শনার্থীরা।
কাশীপুর উদ্যানবাটি
কোভিড সংক্রমণের বাড়বাড়ন্তে কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের প্রবেশ বন্ধ। গত বছরেও দর্শনার্থী প্রবেশ বন্ধ ছিল। কিন্তু নিয়ম ও আচার মেনে কল্পতরু উত্সব পালিত হচ্ছে গতবারের মতো এই বছরেও।
করোনা আবহে গত বছর থেকে দর্শনার্থী প্রবেশ নিষেধ রয়েছে কাশীপুর উদ্যান বাটিতে। কিন্তু রীতি মেনেই চলছে সব কিছু। আজ থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। করোনা আবহে অনলাইনে অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।
১ ও ২ জানুয়ারি সারদা মায়ের বাড়িতে দর্শন ও প্রণাম বন্ধ থাকবে। ৩ জানুয়ারি থেকে ভক্তরা ফের ঢুকতে পারবেন মায়ের বাড়িতে। সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ১১টা ও দুপুর সাড়ে ৩টে থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত ভক্তরা সারদা মায়ের বাড়িতে প্রবেশ করতে পারবেন। এবারও দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তশূন্যভাবেই হচ্ছে কল্পতরু উৎসব। কালীঘাট মন্দিরের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, আলিপুর আদালতের নির্দেশ মেনে ভক্তদের জন্য ১ জানুয়ারি মন্দিরের গর্ভগৃহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র পুরোহিত, সেবাইতরা প্রবেশ করতে পারবেন।
বেলুড় মঠ
করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী রাজ্যে। এই পরিস্থিতিতে ভক্তদের জন্য মঠের দরজা বন্ধ রেখেছেন বেলুড় মঠ কর্তৃপক্ষ।
কামারপুকুর রামকৃষ্ণ মঠ
কল্পতরু উৎসবে ভক্তদের জন্য বন্ধ বেলুড় মঠ, কাশীপুর উদ্যানবাটি। কিন্তু বিধিনিষেধ বহাল রেখেও কল্পতরু উৎসবে ভক্ত সমাগমে বাধা রাখেনি কামারপুকুর রামকৃষ্ণ মঠ। ভোর থেকেই তাই ভক্তের ঢল পূর্ণভূমি কামারপুকুরে।মঙ্গল আরতির মাধ্যমে সূচনা হয়েছে উৎসবের।দিনভর থাকছে বিশেষ পূজাপাঠ ও হোম যজ্ঞ।
