মালদহ: মালদহে তৃণমূল নেতা খুনে অভিযুক্তদের ধরতে এবার ‘ওয়ান্টেড’ পোস্টার। ধরিয়ে দিতে পারলেই পুরস্কার। পোস্টার দেওয়া হল পুলিশের তরফে। কৃষ্ণা রজক ওরফে রোহন (৩০) ও বাবলু যাদবের (৩১) খোঁজ দিতে পারলেই দু লক্ষ টাকা পুরস্কার দেবে পুলিশ। পলাতক দু’জনই তৃণমূল কংগ্রেসের কর্মী বলে জানা যাচ্ছে। এমনকী প্রভাবশালী এক তৃণমূল নেতার ঘনিষ্ঠ হলেও সূত্র মারফত পাওয়া খবরে জানা যাচ্ছে।
বাবলু যে নিজে তৃণমূল করতো তা বলছেন তাঁর স্ত্রী নিজেও। এমনকী এলাকার নেতাদের সঙ্গেও ছিল ওঠাবসা। তবে স্বামী দোষ করতে থাকলে শাস্তি হোক, স্পষ্ট বলছেন তাঁর স্ত্রী। এদিন তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছিল টিভি৯ বাংলার। ক্যামেরার মুখোমুখি হতেই তিনি বললেন, “যদি আমার স্বামী এ কাজ করে থাকে তাহলে ওর শাস্তি হোক। ওর ফাঁসি চাইছি।”
তবে দীর্ঘদিন থেকেই বাবলুর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলেও জানাচ্ছেন তিনি। ডিবোর্সের কেসও চলছে। সাফ বলেন, “আমার সঙ্গে ওর কোনও সম্পর্ক নেই। দু’-আড়াই বছর ধরে কোনও সম্পর্ক নেই। আমাদের ডিভোর্সের কেস চলছে। বাবলুর সঙ্গে যে তৃণমূল নেতাদের পরিচয় ছিল তাও মানছেন তাঁর স্ত্রী। তবে কোন কোন নেতার সঙ্গে সম্পর্ক ভাল ছিল তাঁদের নাম সামনে আনতে চাননি। শুধু বললেন, “তৃণমূল উনি করতেন। আমার সঙ্গে সম্পর্ক ভাল ছিল না বলে খুব বেশি কথা বলতাম না। যতটা দরকার ততটুকুই কথা হত। তবে উনি বাড়িতে বেশিক্ষণ থাকতেন না।”