Malda Physical Harassment: মালদায় প্রতিবেশী যুবকের লালসার শিকার তিন বছরের শিশুকন্যা, ভর্তি হাসপাতালে
Malda news: শিশুটিকে উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছে তিন বছর বয়সি ওই শিশু।
মালদা: ফের রাজ্যে এক নাবালিকাকে যৌন নির্যাতন (Physical Harassment of Minor)। এবার মালদার (Malda) হবিবপুরে। তিন বছর বয়সি এক শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। শিশুটির পরিবারের তরফে স্থানীয় থানায় প্রতিবেশী যুবকের নামে লিখিত অভিযোগ জানানো হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ওই প্রতিবেশী যুবককে। শিশুটিকে উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছে তিন বছর বয়সি ওই শিশু। মালদার হবিবপুরের ওই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
পরিবারের তরফে জানানো হয়েছে, ওই শিশুটি বাড়ির বাইরে খেলা করছিল। সেই সময়েই প্রতিবেশী যুবক ওই শিশুকে নিজের বাড়িতে তুলে নিয়ে যায়। এরপরই সেখানে ওই শিশুর উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। প্রতিবেশী যুবকের অত্যাচারে কাঁদতে শুরু করে শিশুটি। শিশুটির কান্না শুনে ছুটে যায় নাবালিকার মা। আশপাশের বাড়ির লোকেরাও ছুটে যান সেখানে। হাতেনাতে ধড়ে ফেলা হয় প্রতিবেশী ওই যুবককে। এরপরই ওই শিশুটিকে উদ্ধার করা হয় এবং নিকটবর্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
এদিকে পরিবারের তরফে স্থানীয় থানায় ওই যুবকের নামে লিখিত অভিযোগ জানানো হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেফতার করে পুলিশ। রাজ্যের বিভিন্ন জায়গায় সাম্প্রতিককালে যেভাবে মহিলা ও শিশুদের উপর যৌন নির্যাতনের অভিযোগ প্রকাশ্যে এসেছে, তা যথেষ্টই উদ্বেগজনক। এমনকী হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে একাধিক নারী নির্যাতনের মামলা। হাঁসখালিতে ধর্ষণের অভিযোগের তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দিয়েছিল আদালত। এছাড়াও রাজ্যের আরও বেশ কিছু নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার তদন্তভার দুঁদে আইপিএস দময়ন্তী সেনের উপর তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। প্রসঙ্গত, মাটিয়া, ইংরেজবাজার, দেগঙ্গা, বাঁশদ্রোণীর মতো ঘটনায় মুখ পুড়েছে রাজ্য সরকারের। এরই মধ্যে মালদা জেলার হবিবপুরে ফের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।