AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda: রাস্তার উদ্বোধন মন্ত্রীর, ‘অমর রহে’ স্লোগান তৃণমূল সমর্থকদের

BJP mocks TMC: কাউয়ামারি এলাকায় একটি রাস্তা উদ্বোধন করছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। তার ভিডিয়ো করছিলেন অনেকেই। ভিডিয়োতে দেখা যায়, বিধায়ক ফিতে কেটে রাস্তা উদ্বোধনের পর তৃণমূল কর্মী সমর্থকরা স্লোগান দিতে শুরু করেন।

Malda: রাস্তার উদ্বোধন মন্ত্রীর, 'অমর রহে' স্লোগান তৃণমূল সমর্থকদের
রাস্তা উদ্বোধনের সময় মন্ত্রীর নামে 'অমর রহে' স্লোগান তৃণমূল সমর্থকদেরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 28, 2025 | 9:54 PM
Share

মালদহ: ফিতে কাটছেন মন্ত্রী। তৃণমূলের কর্মী, সমর্থকরা স্লোগান দিতে শুরু করছেন। আচমকা মন্ত্রীর নাম করে অমর রহে স্লোগান তুললেন তাঁরা। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। শাসকদলকে কটাক্ষ করেছে বিরোধীরা। অস্বস্তি তৃণমূলের অন্দরেও। মালদহের হরিশ্চন্দ্রপুরের ঘটনা।

কাউয়ামারি এলাকায় একটি রাস্তা উদ্বোধন করছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। তার ভিডিয়ো করছিলেন অনেকেই। ভিডিয়োতে দেখা যায়, বিধায়ক ফিতে কেটে রাস্তা উদ্বোধনের পর তৃণমূল কর্মী সমর্থকরা স্লোগান দিতে শুরু করেন। প্রথমে তাঁরা বন্দেমাতরম বলে স্লোগান দেন। তারপরই একজন স্লোগান দেন, তাজমুল সাহেব অমর রহে। সেই স্লোগানে গলা মিলিয়ে আরও অনেকে ‘অমর রহে, অমর রহে’ বলে ওঠে। সেখানে উপস্থিত একজনকে দেখা যায়, হাত দেখিয়ে সবাইকে এই স্লোগান দিতে নিষেধ করছেন। হেসেও ফেলেন তিনি। ওই অংশটা ভিডিয়ো থেকে কেটে দেওয়ার নির্দেশ দিতেও ভাইরাল ভিডিয়োতে শোনা গিয়েছে।

সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই বিরোধীরা শাসকদলকে কটাক্ষ করেছে। বিজেপির জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, “এটাই তো তৃণমূলের সংস্কৃতি। বাংলা ভাষা আন্দোলন করছে। আর বাংলাটাই ঠিকঠাক জানে না।” ভাইরাল ভিডিয়ো ঘিরে অস্বস্তিতে পড়েছে শাসকদলও। তবে জেলার তৃণমূল মুখপাত্র আশিস কুন্ডু বলেন, “এটা বড় বিষয় নয়। ভুলবশত হয়ে গিয়েছে।”