মালদা: বিধবা মানুষ। একাই থাকেন। দীপাবলির আগের রাতে নিজের ঘরে তালা দিয়ে বাইরে বেরিয়েছিলেন প্রৌঢ়া। ফিরে এসে দেখেন ঘরের তালা ভাঙা। সন্দেহ হতে ঘরে ঢুকতেই চিত্কার করে ওঠেন তিনি। তাঁরই বিছানায় সম্পূর্ণ নগ্ন (Naked) হয়ে শুয়ে রয়েছেন তাঁরই প্রতিবেশী! চাঞ্চল্য়কর ঘটনাটি ইংরেজবাজার থানার গোপালপুরে।
ঠিক কী হয়েছিল? ওই প্রৌঢ়ার অভিযোগ দীর্ঘদিন ধরেই হীরেন হালদার নামে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে নানাভাবে তাঁকে উত্যক্ত করে আসছেন। কিন্তু, অশান্তি এড়াতে এতদিন চুপ করেছিলেন মহিলা। তার পরিণতি যে এমন হবে তা ভাবতেও পারেননি। অভিযোগ, বুধবার রাতে, বাড়ি ফিরে ওই প্রৌঢ়া দেখেন অন্ধকার ঘরে বিছানায় কে যেন শুয়ে রয়েছে। ঘরের আলো জ্বালিয়েই চিত্কার করে ওঠেন মহিলা। কারণ, দেখেন বিছানায় শুয়ে রয়েছেন তাঁরই প্রতিবেশী হীরেন হালদার। এদিকে প্রৌঢ়ারল চিত্কারে ছুটে আসেন আশেপাশের সকলে। তখন উলঙ্গ (Naked) অবস্থাতেই পালিয়ে যান হীরেন।
এরপর যদিও, গ্রামবাসীরা হীরেনকে ধরে ফেলেন। খুঁটির সঙ্গে বেঁধে মারধর করার পর পুলিশের হাতে অভিযুক্তকে তুলে দেওয়া হয়। ওই প্রৌঢ়ার কথায়, “আমার স্বামী নেই। আমি একা থাকি। তাই আমার সঙ্গে যা ইচ্ছা করা যায় বলে মনে করে। আমি আগেও হীরেনকে দেখেছি। ও আগেও নানাভাবে আমার সঙ্গে কথা বলা আর নানারকম চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। এ বার সুযোগ বুঝে আমার ঘরে এসে ঢুকেছে। আজ সমস্ত প্রমাণ রয়েছে। এখানে জামাকাপড় খুলে রেখে গিয়েছে। রেশন নিয়ে ফিরে এসে দেখি এই কাণ্ড!”
গ্রামাবাসীদের অভিযোগ, এই প্রথম নয়, হীরেন হালদার আগেও বিভিন্ন সময়ে গ্রামের বিভিন্ন মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করার চেষ্টা করেছে। বিভিন্ন সময়ে ধরাও পড়েছে। এ বার, বাধ্য হয়েই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গোটা ঘটনা ইংরেজবাজার থানার পুলিশ তদন্ত করে দেখছে।
আরও পড়ুন: Sukanta Majumder: ‘মুখ্যমন্ত্রী না বাটপাড়! লোকে তো কনফিউজ হয়ে যাবে’
আরও পড়ুন: Malda: ‘টাকা না দিলে চুরি করে খায়’, রাগে লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানেই ভাঙচুর মহিলাদের!