Malda News: পঞ্চমীর রাতে পুজো মণ্ডপে তাণ্ডব! ভাঙল ক্যামেরা, ছিঁড়ল নেতার ব্যানার
Durga Puja in Malda: কিন্তু পরদিন সকালে যখন তাঁরা আসেন, সব কিছু একেবারে বদলে গিয়েছে। নির্মীয়মান প্যান্ডেলের নিরাপত্তার জন্য বসানো সিসিটিভি কেউ বা কার ভেঙে দিয়ে গিয়েছে। ছিঁড়ে দেওয়া হয়েছে ওই তৃণমূল নেতার ছবি দেওয়া মূল অনুষ্ঠান মঞ্চের ব্যানার। কিন্তু কারা এই কাজ করল?

মালদহ: নেতার ক্লাবে চলল তাণ্ডব। ছিঁড়ে দেওয়া হল ফ্লেক্স। ভেঙে দেওয়া হল সিসিটিভি। যা ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদহের হরিশচন্দ্রপুর এলাকার পিপলায়। কিন্তু কারা চালাল সেই তাণ্ডব? সেই তল্লাশি করছে পুলিশ। আক্রমণের মুখে পড়া ওই ক্লাবের নাম পিপলা শেখর স্মৃতি অঙ্কুর সঙ্ঘ। এই ক্লাবের একেবারে মাথায় বসে স্থানীয় এক ‘দাপুটে’ তৃণমূল নেতা। বলা চলে ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক তিনিই। নাম দ্রোণাচার্য বন্দ্যোপাধ্যায়।
ওই তৃণমূল নেতা জানিয়েছেন, গতকাল অর্থাৎ পঞ্চমীর দিন প্যান্ডেল তৈরির শেষ মুহূর্তের কাজ করে তাঁরা বাড়ি চলে যান। পরিস্থিতি তখনও ঠিক ছিল। কিন্তু পরদিন সকালে যখন তাঁরা আসেন, সব কিছু একেবারে বদলে গিয়েছে। নির্মীয়মান প্যান্ডেলের নিরাপত্তার জন্য বসানো সিসিটিভি কেউ বা কারা ভেঙে দিয়ে গিয়েছে। ছিঁড়ে দেওয়া হয়েছে ওই তৃণমূল নেতার ছবি দেওয়া মূল অনুষ্ঠান মঞ্চের ব্যানার। কিন্তু কারা এই কাজ করল?
ক্লাবের সম্পাদক দ্রোণাচার্য বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাঙালির পুজো নিয়ে কেউ রাজনীতি করছে বলে তো মনে হয় না। কিন্তু এমন কেউ করেছেন, যারা হয় তো ভাল চান না। উন্নতি দেখতে পারেন না। আমি লিখিত অভিযোগ জানাব।’ অবশ্য় এই ঘটনায় বাংলার সুরক্ষার ইস্যুকেই হাতিয়ার করেছে বিজেপি।
স্থানীয় নেতা অভিষেক সিংহানিয়া বলেন, ‘বাংলায় খোদ তৃণমূল নেতার পুজোই সুরক্ষিত নয়। একদিকে অনুদান নিয়ে এনারা এত ঢাক ঢোল বাজাচ্ছেন। আর সেই আবহে এমন তাণ্ডব। এটা দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত।’
