Malda: যে এলাকায় একজনও সংখ্যালঘু নেই, সেখানেও ভোটার তালিকায় সংখ্যালঘুদের নাম! বিস্ফোরক অভিযোগ মালদহে
Malda: উল্লেখ্য, এই গাজোল থেকেই সম্প্রতি চার জন বাংলাদেশিকে ধরে পুলিশ। তাঁদের আরও লোকজন এক সঙ্গে এসে বসতি করছে বলেও অভিযোগ রয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই তদন্ত চলছে।

মালদহ: সংখ্যালঘু ভূতুড়ে ভোটার! যে এলাকায় একজনও সংখ্যালঘু ব্যক্তি থাকেন না, বা যে এলাকায় সংখ্যালঘুদের অস্তিত্বই নেই, সেখানেই কয়েকজন সংখ্যালঘু ভূতুড়ে ভোটার। ভোটার তালিকা সংশোধনের পরেও দুজনের নাম রয়ে গিয়েছে। দাবি বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মনের। অনুপ্রবেশকারীদের এলাকায় আশ্রয় দেওয়া ও ভোটার তালিকায় নাম তুলে দেওয়ার অভিযোগ তুলছেন তিনি। এই বিষয়ে এলাকায় পঞ্চায়েত প্রধান গিয়ে সেই দু’জনের নাম চিহ্নিত করে ইতিমধ্যেই জেল প্রশাসন ও নির্বাচন কমিশনকে জানিয়েছেন। ঘটনার তদন্তের পাশাপাশি পুনরায় ভোটার তালিকা সংশোধন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনা মালদহের গাজোলের।
উল্লেখ্য, এই গাজোল থেকেই সম্প্রতি চার জন বাংলাদেশিকে ধরে পুলিশ। তাঁদের আরও লোকজন এক সঙ্গে এসে বসতি করছে বলেও অভিযোগ রয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই তদন্ত চলছে।
গাজোল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘাকসল এলাকায় পরিদর্শনে যান গাজোল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উর্মিলা রাজবংশী। সেখানে গিয়ে তিনি দেখেন, নতুন ভোটার লিস্টের দুইজন অপরিচিত ব্যক্তির নাম। এই বিষয়ে স্থানীয় বাসিন্দাদের প্রধানকে অভিযোগও করেন। কিন্তু এলাকার কেউ চেনে না সেই নামের ব্যক্তিদের।
কোথায় থাকেন, কীভাবে ভোটার তালিকায় এমন ভূতুড়ে ব্যক্তির নাম উঠে এল, এই নিয়ে শোরগোল পড়েছে। ভুয়ো ভোটার বলে ক্ষোভ গ্রামবাসীদের। প্রশাসনের গাফিলতির তেই এটা হয়েছে অভিযোগ গ্রামবাসীদের।
গাজোল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উর্মিলা রাজবংশী বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। যাঁদের নাম দেখা যাচ্ছে ভোটার লিস্টে, তাঁদেরকে চেনেন কিনা সে বিষয়েও প্রধান এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। পাশাপাশি এই বিষয়ে তিনি গজোল ব্লকের বিডিওকে বিষয়টি জানান।
গাজোল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘাকসোল এলাকায় দায়িত্বপ্রাপ্ত বিএলও স্নেহাশিস টুডু বলেন, “অভিযোগ পেয়েছি প্রশাসনকে জানিয়েছি। ভোটার লিস্ট থেকে নামগুলি দ্রুত বাদ দেওয়া হবে, তবে ভোটার লিস্টে নাম আসার বিষয়টি জানা ছিল না। ডাটা এন্ট্রির সময় অনলাইনে সমস্যা হতে পারে। নতুন ভোটার লিস্ট থেকে দুজন অপরিচিত ব্যক্তিদের নাম কাটা হবে।”
মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শুভময় বসু বলেন, “বিজেপি বিহারে যেটা করছে, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট রায় দিয়েছে। ভোটার লিস্টে কারচুপি করে ইতিমধ্যেই বিজেপি দিল্লিতে জিতেছে।”

