জাতীয় সড়কের ধারে জমি হওয়াই কাল, অসহায় চাষির শেষ সম্বল ‘হাতিয়ে নিলেন’ তৃণমূল নেতা

Jul 04, 2021 | 12:49 PM

জানা যাচ্ছে, মনুয়ার জমিটি ৮১ নম্বর জাতীয় সড়কের ধারে। সেই জমির দাম ইদানীং বহু গুণে বেড়েছে। জমিটির ফসলের।

জাতীয় সড়কের ধারে জমি হওয়াই কাল, অসহায় চাষির শেষ সম্বল হাতিয়ে নিলেন তৃণমূল নেতা
নিজস্ব চিত্র

Follow Us

মালদা: অসহায় বৃদ্ধের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল (TMC) নেতার বিরুদ্ধে। অভিযোগ দায়ের বিডিও-র কাছে। লিখিত ভাবে নিরাপত্তাও চেয়েছেন বৃদ্ধ। এমনকি প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। মালদার (Maldah) হরিশ্চন্দ্রপুর থানার পিপলা গ্রামের ঘটনা।

মনুয়া দাস পিপলার বহুদিনের বাসিন্দা। তাঁর অভিযোগ, তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য শুখো দাসের ছেলে পুজন জমি হাতিয়ে নিয়েছেন। বৃদ্ধের বক্তব্য, তাঁর শেষ সম্বল এই জমি। সেই জমিতে চাষ করেই সংসার চলত। সংসারে দুই ছেলে। জরাজীর্ণ অবস্থা ঘরের। ওই জমির ফসলেই তাঁদের খাওয়ার জুটতো।

অভিযোগ পুজন চক্রান্ত করে তাঁর জমি দখল করে নিয়েছেন। জানা যাচ্ছে, মনুয়ার জমিটি ৮১ নম্বর জাতীয় সড়কের ধারে। সেই জমির দাম ইদানীং বহু গুণে বেড়েছে। জমিটির ফসলের। মনুয়া জানাচ্ছেন, একদিন হঠাৎ করে চাষ করতে গিয়ে দেখেন, সেখানে পুজন দলবল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আর দাবি করছেন, ওটা তাঁর জমি। রীতিমতো আকাশ থেকে পড়েন মনুয়া।

এরপর বারবার ভূমি রাজস্ব দফতরে যাতায়াত শুরু করেন মনুয়া। প্রথম প্রথম তাঁকে পাত্তা দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ। পরে তাঁকে জানানো হয়, ওই জমিটি নাকি তাঁর নামে রেজিস্ট্রারই। অন্য আরেক ব্যক্তির নামে নথিভুক্ত। আরও অবাক হন মনুয়া। এরপর বিডিওর কাছে অভিযোগ জানান মনুয়া।

আরও পড়ুন: ‘পেটে ধরিনি তো কী, বুকে আগলে যে বড় করলাম…’, ১২ বছর পর মেয়েকে কেড়ে নিয়ে যেতে এলেন অন্য ‘মা’

ব্লক প্রশাসনের তরফে বৃদ্ধকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে পঞ্চায়েত সদস্যা শুখো দাসের ছেলে তৃণমূল নেতা পুজন দাস বলেন, “কোন জমি, কোথায় জমি, কিছুই জানি না। আমার নামে এসব ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।” যদিও তৃণমূলের ব্লক সভাপতি মানিক দাস উলটে ওই তৃণমূল নেতা ও জমি মাফিয়াদের বিরুদ্ধে যথাযথ তদন্তের দাবি তুলেছেন।

Next Article