Maldah: রেমাল-দুর্যোগ বিধ্বস্ত সকলে, তার মধ্যেই ভরা এলাকায় পরপর গুলি, ব্যাঙ্কের সামনে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা

Maldah: দুর্যোগের প্রভাব আস্তে আস্তে পড়তে শুরু করেছে উত্তরবঙ্গে। বৃষ্টি হতে শুরু করেছে। তার মধ্যেই ভূতনি এলাকায় ভয়ঙ্কর ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাজার এলাকায় মুখ ঢোকে কয়েক জন দুষ্কৃতী ঢোকে। আচমকাই গুলি চালাতে শুরু করে।

Maldah: রেমাল-দুর্যোগ বিধ্বস্ত সকলে, তার মধ্যেই ভরা এলাকায় পরপর গুলি, ব্যাঙ্কের সামনে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা
মালদহে দুষ্কৃতী দৌরাত্ন্য Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 27, 2024 | 12:58 PM

মালদহ: রেমলে বিধ্বস্ত বাংলা। দিনভর দুর্যোগ। তার মধ্যেও বন্ধ নেই দুষ্কৃতী দৌরাত্ম্যের। গুলি ছুড়তে ছুড়তে চলল বেপরোয়া দুষ্কৃতী তাণ্ডব।  রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, সোনার দোকানের সামনে তান্ডব চলে।  চলে পাঁচ রাউন্ড গুলি। মালদহের ভূতনির হরচন্দ্রপুর এলাকার ঘটনা। আতঙ্কে প্রহর গুনছেন বাসিন্দারা।

দুর্যোগের প্রভাব আস্তে আস্তে পড়তে শুরু করেছে উত্তরবঙ্গে। বৃষ্টি হতে শুরু করেছে। তার মধ্যেই ভূতনি এলাকায় ভয়ঙ্কর ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  বাজার এলাকায় মুখ ঢোকে কয়েক জন দুষ্কৃতী ঢোকে। আচমকাই গুলি চালাতে শুরু করে। যে যেদিকে পারেন, ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন।

লোকে বুঝেই উঠতে পারেননি কী ঘটছে। অভিযোগ, একটি ব্যাঙ্কের সামনে প্রথম শূন্য গুলি চালানো হয়, তারপর একটি সোনার দোকানের সামনে চলে দৌরাত্ম্য। বেপরোয়া গুলি চালানোর ফলে পথচারী-দোকানিরা আড়ালে লুকানোর চেষ্টা করেন। তার মধ্যেই কয়েকজন লুকিয়ে ফোনে বিষয়টি থানায় জানান। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অস্ত্র উঁচিয়ে এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। যে কোনও সময় বড়সড় ডাকাতি বা লুটপাটের আশঙ্কা করছেন বাসিন্দারা। এক প্রত্যক্ষদর্শী বলেন, “ভরা বাজার এলাকায় এরকম হয়নি আগে। পরিস্থিতি কোথায় এসে দাঁড়াল। গুলি যে কোনও সময়েই কারোর গায়ে লেগে যেতে পারত।” পুলিশ অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে।