Malda: ‘থমকে’ উন্নয়ন, প্রায় ১০০ কোটি টাকা খরচই করতে পারল না মালদহ

Subhotosh Bhattacharya | Edited By: সঞ্জয় পাইকার

Mar 28, 2025 | 11:27 PM

Malda: শুক্রবার মালদহ জেলা পরিষদে এসে দেখা গেল, কেউ নেই। মনে হচ্ছে ছুটি। অভিযোগ, গত দেড় দুই বছর ধরেই এই চিত্র। সময় মত কাজ হয় না। কেউ আসেন না। পরিষেবা থেকেও বঞ্চিত সাধারণ মানুষ।

Malda: থমকে উন্নয়ন, প্রায় ১০০ কোটি টাকা খরচই করতে পারল না মালদহ
কী বলছেন তৃণমূল পরিচালিত জেলা পরিষদের কর্তারা?
Image Credit source: TV9 Bangla

Follow Us

মালদহ: উন্নয়ন ‘থমকে’ আছে। প্রায় ১০০ কোটি টাকা পড়ে রইল। গ্রামীণ উন্নয়নে ৯৬ কোটি ২৯ লক্ষ টাকা খরচই করতে পারল না মালদহ। কেন পারেনি, জবাব চাইল নবান্ন। যে টাকা রাজ্য সরকার বরাদ্দ করেছিল পিছিয়ে পড়া প্রত্যন্ত গ্রামগুলোর উন্নতিকল্পে। পড়ে রইল সেই টাকা। গ্রামোন্নয়ন দফতরের মাধ্যমে এই টাকা খরচ করার কথা মালদহ জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের। এর মধ্যে মালদা জেলা পরিষদের ভূমিকা সর্বাগ্রে। কারণ গোটা জেলার দায়িত্বই তার কাঁধে। কিন্তু প্রশাসনিক আধিকারিকরা মনে করছেন, সময় মত স্কিম দেওয়া, সময় মতো টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা ইত্যাদি কিছুই হচ্ছে না। অন্তর্কলহতেই সময় চলে যাচ্ছে।

শুক্রবার মালদহ জেলা পরিষদে এসে দেখা গেল, কেউ নেই। মনে হচ্ছে ছুটি। অভিযোগ, তৃণমূল পরিচালিত এই জেলা পরিষদে গত দেড় দুই বছর ধরেই এই চিত্র। সময় মত কাজ হয় না। কেউ আসেন না। পরিষেবা থেকেও বঞ্চিত সাধারণ মানুষ।

যদিও মালদহ জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দফতরের কর্মাধ্যক্ষ রেজাউল করিম বক্সী বলেন, “প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন জায়গায় প্রকল্পের কাজ সম্পূর্ণ করা যায়নি। সেজন্য এই ১০০ কোটি টাকার মতো পড়ে রয়েছে। কিন্তু, কয়েকশো কয়েকটি টাকা খরচ হয়েছে।” জেলা পরিষদের সভাধিপতি ও অন্য়রা জেলা পরিষদে আসেন না বলে যে অভিযোগ উঠেছে, তা খারিজ করে দিলেন তিনি। তাঁর বক্তব্য, সভাধিপতি-সহ অন্যরা নিয়মিত জেলা পরিষদে আসেন।

এই খবরটিও পড়ুন

 

Next Article