Suicide: ‘বাবা মিষ্টি এনেছি খেয়ে নিও…’, তখনই সন্দেহ হয়েছিল, ২৩ বছরের ছেলেটা এত বড় ‘সিদ্ধান্ত’ নেবে ভাবেওনি পরিবার

Malda: ঘটনাটি শনিবারের। জানা গিয়েছে, গতকাল সকালে এলাকাবাসী যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই সময় এমামকে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। তাঁর গলায় হলুদ রঙের দড়ি ছিল ফাঁস দেওয়া অবস্থায় ছিল।

Suicide: 'বাবা মিষ্টি এনেছি খেয়ে নিও...', তখনই সন্দেহ হয়েছিল, ২৩ বছরের ছেলেটা এত বড় 'সিদ্ধান্ত' নেবে ভাবেওনি পরিবার
এমামের বাবাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 04, 2024 | 2:06 PM

মালদহ: হাত পা ও মুখ বাধা। গাছের ডালে ঝুলছে যুবক। এই দৃশ্য দেখে কার্যত চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি মালদহের গাজোলের বাবুপুর অঞ্চলের সিংহল গ্রামের ঘটনা। মৃতের নাম এমাম রাজা (২২)। তাঁর বাড়ি সিংহলে।এলাকাবাসীর দাবি, ওই যুবককে কেউ বা কারা খুন করে ঝুলিয়ে দিয়ে গিয়েছে। তবে পুলিশের অনুমান, যুবক আত্মহত্যা করে থাকতে পারে।

ঘটনাটি শনিবারের। জানা গিয়েছে, গতকাল সকালে এলাকাবাসী যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই সময় এমামকে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। তাঁর গলায় হলুদ রঙের দড়ি ছিল ফাঁস দেওয়া অবস্থায় ছিল। মৃতদেহ উদ্ধার করে গাজোল থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযুক্তদের ফাঁসির দাবি তুলেছেন গ্রামবাসী। কে বা কারা তাঁকে খুন করেছে, কেনই বা খুন করেছে তা এখনও স্পষ্ট নয়।

মৃতের বাবা বলেন, “আমি দোকান থেকে আসলাম। ছেলে বলল বাবা তোমার জন্য মিষ্টি এনেছিলাম। আমি খাইনি। কালকে হঠাৎ বলল বাবা তুমি আমার সঙ্গে শুয়ো। কিছুক্ষণ শোয়ার পর সেখান থেকে উঠে বাথরুম যাবে বলে বেরল। অনেকক্ষণ হওয়ার পরও ওর খোঁজ না মেলায় সন্দেহ হয়। প্রায় ৫০০ বার ফোন করেছি। ও ফোন তোলেনি। তারপর সকালে এই ঘটনা।”