মালদহ: বৃষ্টির কারণে বাড়ির সামনে জল জমেছিল। সেই জমা জল পরিষ্কার করাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে তুমুল ঝামেলা। অভিযোগ, এই ঘটনায় একজনের মৃত্যু পর্যন্ত হয়। মালদহের ইংরেজবাজারের এই ঘটনা। নিহত ব্যক্তির নাম সাত্তার শেখ। বাড়ি ইংরেজবাজার থানার মহদিপুরের খিড়কি এলাকায়। সাত্তার শেখের মেয়ে জানান, রবিবার বাড়ির সামনে জল জমে গিয়েছিল। সেই সোমবার সকালে সেই জল নিকাশের কাজ করছিলেন তাঁর বাবা। প্রতিবেশী নুরুল শেখের পরিবার তাতে বাধা দেয় বলে অভিযোগ। তাতেই এক কথা দু’ কথা হাতাহাতির পর্যায়ে যায়। অভিযোগ, সেই সময়ই সাত্তার শেখকে শ্বাসরোধ করে খুন করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সাত্তার শেখের মেয়ে মহিমা বিবির কথায়, “রাস্তায় জল জমে গিয়েছিল বৃষ্টির জন্য। ও বলল মাটি কেটে জলটা বের করে দেবে। নুরুলরা সেটা কিছুতেই বের করতে দিতে চায়নি। এই নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। ওরা এসে আমার বরের গলাটা টিপে ধরে। চোখের সামনে দেখলাম স্বামী কেমন নেতিয়ে পড়ে গেল। ডাকাডাকির পর আর কোনও সাড়া পাইনি। ওখানেই শেষ। নুর ইসলাম আর ওর বউ আনজুরা বিবি এই ঘটনা ঘটিয়েছে।”
সাত্তার শেখের পরিবারের অভিযোগ, বাড়ির সামনে জল জমে থাকলে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। মাটির রাস্তায় পড়ে গিয়ে যেমন বিপদ হতে পারে। একইরকমভাবে আবার বাচ্চারা খেলতে বেরোয়। কোনওভাবে জলে পড়ে গেলে প্রাণটাই চলে যাবে। সে কারণেই জল বের করার ব্যবস্থা করা হয়। যদিও যার বিরুদ্ধে অভিযোগ, সেই নুরুল শেখ ঘটনার পর থেকেই পলাতক বলে জানান এলাকার লোকজন। তাঁর স্ত্রীরও কোনও অভিযোগ পাওয়া যায়নি। সাত্তার শেখের জামাই জানান, একা তাঁর শ্বশুর নন, গ্রামের আরও লোকজন এগিয়ে আসেন। ঠিক হয় সকলে মিলে ২০ টাকা করে চাঁদা তুলে জল নিকাশির কাজ করা হবে। সেইমতোই ব্যবস্থা করা হচ্ছিল। কিন্তু এমন ঘটনা ঘটে যাবে ভাবতেও পারেনি কেউ।
আরও পড়ুন: Dilip Ghosh: আদুল গা, পরনে গামছা, কাশীপুর ঘাটে নিহত বিজেপি কর্মীদের তর্পণে দিলীপ ঘোষ
আরও পড়ুন: PIL in Calcutta High Court: এতদিন ধরে গরমের ছুটি কেন? এবার মামলা দায়ের কলকাতা হাইকোর্টে