Maldaha Uttar Lok Sabha Constituency: ‘হাত-ছাড়া’ দুর্গে এবারও কি পদ্ম ফুটবে? নাকি মালদহ উত্তরে থাবা বসাবে অন্য ফুল?

Maldaha Uttar Lok Sabha Constituency: ২০১৯ লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার ১৬,৮৩,৭৯৭। ২০১১ জনগণনা অনুযায়ী তফসিলি জাতি ভোটার ২৩.৮ শতাংশ। তফসিলি উপজাতি ভোটার ১০.৩ শতাংশ। সংখ্যালঘু ভোটার ৪৫ শতাংশ। গ্রামীণ ভোটার ৯৩.৭ শতাংশ। শহুরে ভোটার ৬.৩ শতাংশ।

Maldaha Uttar Lok Sabha Constituency:  'হাত-ছাড়া' দুর্গে এবারও কি পদ্ম ফুটবে? নাকি মালদহ উত্তরে থাবা বসাবে অন্য ফুল?
এবার কারা বাজিমাত করবে মালদহ উত্তরে
Follow Us:
| Updated on: May 06, 2024 | 10:16 PM

মালদহ: কংগ্রেসের একদা দুর্গ আজ ‘হাতছাড়া’। ২০১৪ সাল পর্যন্ত কংগ্রেসের হাতে গচ্ছিত ছিল মালদহ উত্তর কেন্দ্রটি। বঙ্গে পালাবদল হলেও তৃণমূল সেভাবে দাঁত ফোঁটাতে পারেনি গনি খানের জেলা বলে পরিচিত মালদহের এই কেন্দ্রটিতে। তৎকালীন কংগ্রেসের সাংসদ মৌসম বেনজির নূর শাসক দলে ভেড়েন। তারপর থেকেই অল্প বিস্তর ঘাসফুল ফুটতে দেখা যায় মালদহে উত্তরে। কিন্তু তলে তলে পদ্মফুলও যে শিকর মজবুত করতে থাকে ঘুণাক্ষরে টের পাননি বাঘা বাঘা রাজনীতিবিদরা। ২০১৯ সালে অপ্রত্যাশিতভাবে এই কেন্দ্রটিতে ফোটে পদ্মফুল। এই মুহূর্তে ‘কাঁটে কা টক্কর’ দুই ফুলের মধ্যে। ২০২৪ লোকসভায় মালদহ উত্তর কোন দিকে রায় শোনাবে? সেই উত্তর জানার আগে কোন দল কোন অবস্থানে দাঁড়িয়ে একবার দেখে নেওয়া যাক।

মালদহ উত্তর লোকসভা কেন্দ্রে রয়েছে ৭টি বিধানসভা। কেন্দ্রগুলি হল হাবিবপুর (ST), গাজল (SC), চাঁচল, হরিশচন্দ্রপুর, মালতিপুর, রতুয়া, মালদহ (SC)।

২০১৯ লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার ১৬,৮৩,৭৯৭। ২০১১ জনগণনা অনুযায়ী তফসিলি জাতি ভোটার ২৩.৮ শতাংশ। তফসিলি উপজাতি ভোটার ১০.৩ শতাংশ। সংখ্যালঘু ভোটার ৪৫ শতাংশ। গ্রামীণ ভোটার ৯৩.৭ শতাংশ। শহুরে ভোটার ৬.৩ শতাংশ।

এই খবরটিও পড়ুন

কংগ্রেস থেকে মৌসম নূরকে টেনে বিশেষ একটা সুবিধা করতে পারেনি তৃণমূল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়। খগেন মুর্মুর হাত ধরে বিজেপি ২২ শতাংশের বেশি ভোট বাড়ায়। দ্বিতীয় স্থানে অবশ্য ছিলেন মৌসম নূর। এবারের নির্বাচনে চতুর্মুখী লড়াই দেখা যাবে। বিজেপি, তৃণমূলের সঙ্গে কংগ্রেস এবং আইএসএফ-ও জোর টক্কর দিতে পারে বলে মনে করা হচ্ছে।

২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ৩৭.৮ শতাংশ ভোট। তৃণমূল ৩১.৬ শতাংশ, সিপিএম ৩.৭ শতাংশ, কংগ্রেস ২২.৭ শতাংশ ভোট পেয়েছিল।

একুশে বিধানসভা নির্বাচনে সাতটি আসনের মধ্যে তিনটিতে জিতেছিল বিজেপি। আর চারটি আসন পেয়েছিল তৃণমূল। হাবিবপুরে জিতেছিলেন বিজেপির জোয়েল মুর্মু। গাজলে জয়ী হন বিজেপির চিন্ময় দেব বর্মন। চাঁচলে জয়ী হন তৃণমূলের নিহাররঞ্জন ঘোষ। হরিশচন্দ্রপুরে জেতেন তৃণমূলের তাজমুল হোসেন। মালতিপুরে জয়ী হন তৃণমূলের আবদুর রহিম বক্সি। রতুয়ায় জেতেন ঘাসফুল প্রার্থী সমর মুখোপাধ্যায়। মালদহ আসনে জেতেন পদ্ম প্রার্থী গোপালচন্দ্র সাহা।

২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ৩২.৯ শতাংশ ভোট। তৃণমূল ৫২.১ শতাংশ, সিপিএম ১.৯ শতাংশ, কংগ্রেস ৮.৬ শতাংশ ভোট পায়।

২০২৪ সালের নির্বাচনে বিজেপি দাঁড় করিয়েছে এই কেন্দ্রের বিদায়ী সাংসদ খগেন মুর্মুকে। কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন মুস্তাক আলম। তৃণমূল দাঁড় করিয়েছে প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। আইএসএফ প্রার্থী দিয়েছে মহম্মদ সোহেলকে।